০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

গরম কদিন, জানাল আবহাওয়া অফিস

  • মধুমতি ডেস্ক :
  • প্রকাশিত সময় : ০৭:৪২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • ৬৫ পড়েছেন

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর কারণে গত সপ্তাহে টানা কয়েক দিন বৃষ্টি হয়েছিল দেশজুড়ে। এরপর শুরু হয়েছে তীব্র গরম। বৃষ্টির পরিমাণ কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন গরম চলতে পারে আরও অন্তত দুই দিন। এরপর আবার বৃষ্টি শুরু হবে। চলবে চার দিন প্রায়। তবে রাজধানীতে আজ হালকা বৃষ্টি হতে পারে। তবে এতে গরম তেমন কমবে না, এমনটাই বলছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আজ বলেন, দক্ষিণ–পূর্ব এশিয়ার উপকূলে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। স্থলসীমা পার হয়ে এ অঞ্চলে আসতে আসতে এটি আর ঘূর্ণিঝড় থাকবে না। তবে এর প্রভাবে বৃষ্টি হবে এ অঞ্চলে।

মনোয়ার হোসেন বলেন, এখন যেমন গরম পড়েছে, এটি আরও দুই দিন থাকবে। শনিবার থেকে বৃষ্টি হতে পারে। সেটি থাকবে তিন থেকে চার দিন। আজ রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এর প্রভাবে গরম কমার সম্ভাবনা কম।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিরাজগঞ্জের তাড়াশে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল নিকলিতে, ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে ২০ মিলিমিটার।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে নগরীতে বিক্ষোভ-সমাবেশ

গরম কদিন, জানাল আবহাওয়া অফিস

প্রকাশিত সময় : ০৭:৪২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর কারণে গত সপ্তাহে টানা কয়েক দিন বৃষ্টি হয়েছিল দেশজুড়ে। এরপর শুরু হয়েছে তীব্র গরম। বৃষ্টির পরিমাণ কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন গরম চলতে পারে আরও অন্তত দুই দিন। এরপর আবার বৃষ্টি শুরু হবে। চলবে চার দিন প্রায়। তবে রাজধানীতে আজ হালকা বৃষ্টি হতে পারে। তবে এতে গরম তেমন কমবে না, এমনটাই বলছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আজ বলেন, দক্ষিণ–পূর্ব এশিয়ার উপকূলে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। স্থলসীমা পার হয়ে এ অঞ্চলে আসতে আসতে এটি আর ঘূর্ণিঝড় থাকবে না। তবে এর প্রভাবে বৃষ্টি হবে এ অঞ্চলে।

মনোয়ার হোসেন বলেন, এখন যেমন গরম পড়েছে, এটি আরও দুই দিন থাকবে। শনিবার থেকে বৃষ্টি হতে পারে। সেটি থাকবে তিন থেকে চার দিন। আজ রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এর প্রভাবে গরম কমার সম্ভাবনা কম।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিরাজগঞ্জের তাড়াশে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল নিকলিতে, ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে ২০ মিলিমিটার।