১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

গলাচিপায় শিক্ষক দিবস পালিত

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৩:৪৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • ২১ পড়েছেন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: 

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যের আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সম্মিলিত শিক্ষক পরিষদের আয়োজনে এবং ব্র্যাক এর সহযোগিতায় পটুয়াখালীর গলাচিপায় শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আহবায়ক ও গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান এবং কালারাজা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

আগামী জানুয়ারি থেকে মোংলা-যশোর রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

গলাচিপায় শিক্ষক দিবস পালিত

প্রকাশিত সময় : ০৩:৪৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: 

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যের আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সম্মিলিত শিক্ষক পরিষদের আয়োজনে এবং ব্র্যাক এর সহযোগিতায় পটুয়াখালীর গলাচিপায় শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আহবায়ক ও গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান এবং কালারাজা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।