
### গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলার একমাত্র আসামী আইনজীবী আলমগীরকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার র্যাব-৩ ঢাকার সহযোগীতায় ঢাকা মহানগরীর নিউ মার্কেট এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে গোপালগঞ্জ সদরের সামসুল হক রোডের বাসিন্দা। র্যাব জানায়, গত ৩/৪ মাস পূর্বে যাত্রা পথে আইনজীবী আলমগীর হোসেনের সাথে গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর গণপরিবহনে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে বাচ্চাদের প্রাইভেট পড়ানোর কথা বলে ছাত্রী মোবাইল নম্বর নিয়ে নেয় আলমগীর। গত ১০ ফেব্রুয়ারি বিকালে টিউশনি দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে আলমগীর হোসেন তার পাচুরিয়া এলাকার বাসায় যেতে বলে। ছাত্রীটি সরল মনে আলমগীরের বাসায় গিয়ে অন্য কোন সদস্যকে দেখতে না পেয়ে বিচলিত হয়ে পড়ে। তখন আলমগীর বিভিন্ন ধরণের কথা বলার এক পর্যায়ে তাকে প্রলুব্ধ করে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। ভিকটিম আসামীর হাত হতে রক্ষা পাওয়ার জন্য আসামীকে জোরে ধাক্কা দিয়ে রুমের বাহিরে গিয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে ছাত্রীকে উদ্ধার করে। পরে সে বিশ্ববিদ্যালয়ে গিয়ে কর্তৃপক্ষকে বিস্তারিত ঘটনা অবহিতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার বাদী হয়ে আইনজীবি আলমগীর হোসেনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন৷ এ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় এবং বিশ্ববিদ্যালযয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রী কর্তৃক ১২ফেব্রুয়ারি মানববন্ধনের মাধ্যমে অভিযুক্ত আলমগীরকে আইনের আওতায় নিয়ে আসা ও শাস্তি নিশ্চিতকরণের জোর দাবি জানায়। পরে র্যাব-৬ সদর কোম্পানির একটি টিম আসামী আলমগীরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। রবিবার র্যাব-৬ সদর কোম্পানির একটি টিম তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৩ ঢাকার সহযোগীতায় ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী আলমগীরকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে র্যাব। ##