০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সড়কে থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৬:২৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ৫৫ পড়েছেন

গোপালগঞ্জে সড়ক থেকে মেহেদী হাসান সাগর (৩৫) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার করপাড়া গ্রামের হাফিজের দোকানের সামনের সড়কের ওপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আসাদুজ্জামান টিটো বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেদী হাসান সাগর ওই একই এলাকার বাসিন্দা।

নিহতের স্ত্রী রূপা বেগম জানান, মঙ্গলবার রাতে মেহেদীর মোবাইল ফোনে একটি কল আসে। এরপর সে রাত ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আসাদুজ্জামান টিটো জানান, ভোরে সড়কের ওপর মেহেদী হাসান সাগরের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মরদেহের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে নগরীতে বিক্ষোভ-সমাবেশ

গোপালগঞ্জে সড়কে থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত সময় : ০৬:২৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩

গোপালগঞ্জে সড়ক থেকে মেহেদী হাসান সাগর (৩৫) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার করপাড়া গ্রামের হাফিজের দোকানের সামনের সড়কের ওপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আসাদুজ্জামান টিটো বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেদী হাসান সাগর ওই একই এলাকার বাসিন্দা।

নিহতের স্ত্রী রূপা বেগম জানান, মঙ্গলবার রাতে মেহেদীর মোবাইল ফোনে একটি কল আসে। এরপর সে রাত ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আসাদুজ্জামান টিটো জানান, ভোরে সড়কের ওপর মেহেদী হাসান সাগরের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মরদেহের গলা কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।