
গোপালগঞ্জে লাইসেন্স না থাকায় শিকদার অর্থিণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা করা হয়েছে। এ সময় ভূয়া এক ডাক্তারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করে এ রায় দেন ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মামুন খান।
তিনি জানান, জেলা শহরের সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার সেতু ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে মাহমুদুল আলম বাবুল নামে ভুয়া এক ডাক্তারকে আটক করা হয়। তার বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় দুই ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।