
####
জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা কমিটি গঠন করা হয়েছে। ১৬ নভেম্বর বৃহস্পতিবার নগরীর গোয়ালখালী মাদ্রাসা অডিটোরিয়ামে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে এ নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী।সম্মেলনে উপস্থিত ছিলেন আল্লামা রফিকুর রহমান, হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা শেখ আব্দুল্লাহ,মাওলানা আশরাফ আলী নূরী, মাওলানা মেসবাহউদ্দিন, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা আসাদুল্লাহ গালীব, মাওলানা আলী আহমাদ, মুফতী আব্দুর রহিম, মুফতী জাকির হুসাইন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আরিফ বিল্লাহ, মুফতী আব্দুর রহমান মিয়াজি, মুফতী শেখ আমীরুল ইসলাম, মাওলানা ইকবাল মাহমুদ সহ প্রমূখ।
সম্মেলনে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান, জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ, মহানগর সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, জেলা সাধারণ সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম বিন হাসানের নাম ঘোষণা করা হয়। ##