
### ‘প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্বডিম দিবস পালিত হয়েছে। জেলা প্রাণীসম্পদ বিভাগের আয়োজনে শুক্রবার সকালে শহরের আরাপপুর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রাণীসম্পদ বিভাগের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মনোজিৎ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি ছিলেন প্রাণীসম্পদ অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা ডা: সুব্রত কুমার ব্যানার্জী, কৃত্রিম প্রজনন বিভাগের উপ-পরিচালক ডা: প্রকাশ চন্দ্র মন্ডল, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মনোজিৎ কুমার মন্ডল। এসময় বক্তারা, দেহের পুষ্টি পুরণ ও স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন একটি ডিম খাওয়ার পরামর্শ দেন। আলোচনা সভা শেষে ডিম বিতরণ করা হয়। ##