
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ৬টি দোকান। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মামার বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাতে মামার বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওই বাজারের মাসুম শেখের মুদি দোকান, জয় দাসের সেলুন ও শহীদুল ইসলামের ওষুধের ফার্মেসিসহ ৬টি দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাসীর সহায়তায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
টুঙ্গিপাড়া ফায়ার স্টেশন অফিসার খান এহসান-উল-আলম জানান, জানান, এ অগ্নিকান্ডে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সময় মত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে পেরেছেন। তাই ১৩ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে ৃ