
বিএনপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নেতাদের নামে ‘বেয়াদবি’ এবং খারাপ ভাষা ব্যবহার করে কথা বললে কঠোর জবাব দেয়া হবে। রোববার (১১ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বটবৃক্ষের নাম, ধাক্কা দিয়ে ফেলা সম্ভব না। এখন সেমিফাইনাল চলছে আগামী বছর ডিসেম্বর- জানুয়ারিতে আসল খেলা হবে।
বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগকে সিন্ধুর মাঝে বিন্দু বলে তিনি বলেন, এতে সংসদ অচল হবে না। এই বুদ্ধি যারা দিয়েছেন তারা অচিরেই পস্তাবেন।
তিনি বলেন, পতন যখন শুরু হয় তখন মানুষ ইচ্ছার বাইরেও ভুল করে। বিএনপির সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্তও ভুল।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিনকে সভাপতি ও অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন ওবায়দুল কাদের।