১২:০০ অপরাহ্ন, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

তুরস্কে বাংলাদেশের ৪৬ সদস্যের উদ্ধারকারী দল

  • নিউজ ডেক্স।।
  • প্রকাশিত সময় : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • ৫৫ পড়েছেন

###   ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে সেনাবাহিনীর নেতৃত্বে ৪৬ সদস্যের একটি বিশেষ টিম পাঠিয়েছে বাংলাদেশ। গতকাল রাতে উদ্ধারকারী দল বিমান বাহিনীর সি-১৩০ বিমানযোগে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আইএসপিআর জানিয়েছে, গত ৬ই ফেব্রুয়ারি সিরিয়া এবং তুরস্কের পূর্বাঞ্চলে গাজীন্তেপ প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। আকস্মিক এ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, স্থাপনা ধ্বংস হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ভূমিকম্প পরবর্তী উদ্ধারকার্যে সহায়তার জন্য তুরস্ক সরকারের অনুরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা গাজীন্তেপ প্রদেশে উদ্ধারকার্য ও চিকিৎসা সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল তুরস্কের পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
এ উদ্ধারকার্যে ২৪ জন সেনাসদস্য, ১২ জন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য এবং বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১০ সদস্য বিশিষ্ট সেনাবাহিনীর দুইটি মেডিকেল টিম প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ ঔষধ নিয়ে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছে।
বাংলাদেশ সরকারের এই পদক্ষেপকে তুর্কি সরকার আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী ও তুর্কি সশস্ত্র বাহিনীর মধ্যে এই ধরনের সহযোগিতামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুদেশের সরকার।##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি এ্যাম্বুলেন্স অকেজো, চরম দূর্ভোগে রোগীরা

তুরস্কে বাংলাদেশের ৪৬ সদস্যের উদ্ধারকারী দল

প্রকাশিত সময় : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩

###   ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে সেনাবাহিনীর নেতৃত্বে ৪৬ সদস্যের একটি বিশেষ টিম পাঠিয়েছে বাংলাদেশ। গতকাল রাতে উদ্ধারকারী দল বিমান বাহিনীর সি-১৩০ বিমানযোগে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আইএসপিআর জানিয়েছে, গত ৬ই ফেব্রুয়ারি সিরিয়া এবং তুরস্কের পূর্বাঞ্চলে গাজীন্তেপ প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। আকস্মিক এ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, স্থাপনা ধ্বংস হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ভূমিকম্প পরবর্তী উদ্ধারকার্যে সহায়তার জন্য তুরস্ক সরকারের অনুরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা গাজীন্তেপ প্রদেশে উদ্ধারকার্য ও চিকিৎসা সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল তুরস্কের পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
এ উদ্ধারকার্যে ২৪ জন সেনাসদস্য, ১২ জন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য এবং বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১০ সদস্য বিশিষ্ট সেনাবাহিনীর দুইটি মেডিকেল টিম প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ ঔষধ নিয়ে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছে।
বাংলাদেশ সরকারের এই পদক্ষেপকে তুর্কি সরকার আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী ও তুর্কি সশস্ত্র বাহিনীর মধ্যে এই ধরনের সহযোগিতামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুদেশের সরকার।##