
### খুলনার তেরখাদা সদরের ইখড়ি গ্রামের মুদি দোকান ব্যবসায়ী আব্দুল্লাহ শেখ নামে এক যুবক আত্মহত্যা করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে বারোটা থেকে ভোর পাঁচটার মধ্য উপজেলার ইখড়ি গ্রামের ইস্কেন্দার শেখের ছেলে মুদি দোকান ব্যবসায়ী আব্দুল্লাহ শেখ (২৫) নিজ ঘরের সিলিং ফ্যানের সহিত গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।সকালে বাড়ির স্বজনরা তাকে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।এ বিষয়ে তেরখাদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ##