০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

তেরখাদায় প্রকৃতিপ্রেমী অরবিন্দ বিশ্বাসের গাছের চারা বিতরণ

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৩:৪৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
  • ৫১ পড়েছেন

কারো হাতে তুলে দিলেন ফলজ গাছের চারা। কারো হাতে তুলে দিলেন বনজ ও ঔষধি গাছের চারা। এভাবে অন্তত ২/৩ হাজার গাছের চারা তুলে দিলেন। গাছ ভালোবাসেন। প্রকৃতির সান্নিধ্য ভালোবাসেন। তাই নিরবে নিবৃত্তে বৃক্ষরোপণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রচার বিমুখ মানুষটি হল তেরখাদা উপজেলার সাচিয়াদহ এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক অরবিন্দ বিশ্বাস। তিনি ২০১৩ সাল থেকে নিজের হাতে গাছের চারা রোপন করে আসছেন। পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে চত্বরে, শিক্ষা-প্রতিষ্ঠান, বিয়ে, জন্মদিন এবং সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরন করেন। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে ২টি আমগাছ, ৫টি কৃষ্ণচুড়া ও অনেকগুলো পাতা বাহারের চারা রোপন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, তিনি প্রকৃতি ভালোবাসেন। পাশাপাশি তিনি সবুজ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ তিনি উপজেলা পরিষদে গাছের চারা রোপন করলেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।
বৃক্ষপ্রেমী অরবিন্দ বিশ্বাস বলেন, প্রকৃতির বিপর্যয় রোধ করতে হলে সবচেয়ে সহজ সাশ্রয়ী ও কার্যকরি উদ্যেগ হলো ব্যক্তি উদ্যেগে বৃরোপন করা। এ কাজটা আমার ভালো লাগে। তাই সময় পেলেই গাছ লাগাই। এ পর্যন্ত নিজের হাতে রোপণসহ বিতরণ করেছি অন্তত ৩ হাজার গাছের চারা। গাছের চারা রোপনে আমার একটা নেশা এবং ভালো লাগে। সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন 

তেরখাদায় প্রকৃতিপ্রেমী অরবিন্দ বিশ্বাসের গাছের চারা বিতরণ

প্রকাশিত সময় : ০৩:৪৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২

কারো হাতে তুলে দিলেন ফলজ গাছের চারা। কারো হাতে তুলে দিলেন বনজ ও ঔষধি গাছের চারা। এভাবে অন্তত ২/৩ হাজার গাছের চারা তুলে দিলেন। গাছ ভালোবাসেন। প্রকৃতির সান্নিধ্য ভালোবাসেন। তাই নিরবে নিবৃত্তে বৃক্ষরোপণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রচার বিমুখ মানুষটি হল তেরখাদা উপজেলার সাচিয়াদহ এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক অরবিন্দ বিশ্বাস। তিনি ২০১৩ সাল থেকে নিজের হাতে গাছের চারা রোপন করে আসছেন। পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে চত্বরে, শিক্ষা-প্রতিষ্ঠান, বিয়ে, জন্মদিন এবং সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরন করেন। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে ২টি আমগাছ, ৫টি কৃষ্ণচুড়া ও অনেকগুলো পাতা বাহারের চারা রোপন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, তিনি প্রকৃতি ভালোবাসেন। পাশাপাশি তিনি সবুজ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ তিনি উপজেলা পরিষদে গাছের চারা রোপন করলেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।
বৃক্ষপ্রেমী অরবিন্দ বিশ্বাস বলেন, প্রকৃতির বিপর্যয় রোধ করতে হলে সবচেয়ে সহজ সাশ্রয়ী ও কার্যকরি উদ্যেগ হলো ব্যক্তি উদ্যেগে বৃরোপন করা। এ কাজটা আমার ভালো লাগে। তাই সময় পেলেই গাছ লাগাই। এ পর্যন্ত নিজের হাতে রোপণসহ বিতরণ করেছি অন্তত ৩ হাজার গাছের চারা। গাছের চারা রোপনে আমার একটা নেশা এবং ভালো লাগে। সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।