
খুলনা প্রতিনিধি।।
### খুলনার দাকোপে পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে স্কুল ক্যাম্পেইনের অংশ হিসেবে ১০টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন এবং পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরের স্ক্রিম প্রকল্পের পক্ষ থেকে মঙ্গলবার দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন দাকোপ উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। স্বাগত বক্তৃতা করেন রূপান্তর-এর কর্মসূচী সমন্বয়কারী অসীম আনন্দ দাস। প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় ও সহকারী প্রধান শিক্ষক মোঃ হাসেম আলী শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন দাকোপের চালনা এম এম কলেজের প্রভাষক রাশেদ তালুকদার। প্রতিযোগিতাসমূহে বিচারকের দায়িত্ব পালন করেন সাংবাদিক মোঃ মামুনুর রশীদ, উন্নয়ন কমী মোঃ শাহীন ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস-এর জয় কুমার ভৌমিক ও সজল মিত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপান্তর-এর প্রজেক্ট অফিসার বিপুল রায় ও ফিল্ড অফিসার বাপি সাহা। দাকোপের ১০টি স্কুলের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ##