
### খুলনার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির গাজী হত্যা মামলার আসামি শামীম শেখকে ফুলতলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।শনিবার (১৫ অক্টোবর) দুপুরে র্যাব-৬ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচন পরবর্তী সময়ে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন ও আনসার শেখের দির্ঘদিন বিরোধ চলে আসছে।গত ১২জুন সন্ধ্যায় চেয়ারম্যান জাকির মোটর সাইকেল যোগে দিঘলিয়া উপজেলার বোয়ালিয়ারচর গ্রামে মাছের ঘের দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বোয়ালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে পূর্ব থেকে ওত পেতে থাকা আসামিরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় চেয়ারম্যান গাজী জাকির হোসেন মৃত্যু বরন করেন। এ ব্যাপারে চেয়ারম্যানের ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকে র্যাব আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রাখে। শনিবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে আসামি শামিম শেখকে ফুলতলা উপজেলার গাড়াখোলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।