
### বরিশালের ঝালকাঠির নলছিটিতে সুপারি চুরির অভিযোগে শেকলে বেঁধে বাবা ও শিশুপুত্রকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। পরে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার লতিফ খান নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। রোববার রাতে লতিফ খানের বাড়ির উঠান থেকে ৪’শ ২০টি সুপারি চুরি হয়। চুরির অভিযোগে গ্রামের এক শিশু ও তার বাবাকে লতিফ তার বাড়িতে ডেকে নিয়ে, তাদের শিকলে বেঁধে রাতভর নির্যাতন করেন বলে মামলায় অভিযোগ করা হয়। নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, রোববার রাত ১১দিকে লতিফ খান তার বাড়ির উঠোনে মজুদ করে রাখা সুপারি চুরির অভিযোগে বাড়ি থেকে ধরে নিয়ে যান, একই গ্রামের এক দিনমজুর ও তার ১১ বছর বয়সী শিশুপুত্রকে । পরে বাড়ির উঠোনে গাছের সঙ্গে শেকলে বেঁধে রাতভর নির্যাতন করেন। পরদিন বিষয়টি এলাকায় জানাজানির হলে সকালে স্থানীয়ভাবে শালিশ বসিয়ে সাদা কাগজে স্বাক্ষর রেখে বাপ-ছেলেকে ছেড়ে দেওয়া হয় বলে ওসি জানান। “মারধর ও শেকলে বাঁধে নির্যাতনে ঘটনায এলাকার আরেক ব্যক্তি লতিফ খানের সঙ্গে ছিলেন। মামলায় তাকেও আসামি করা হয়েছে। তবে সে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার অভিযান অব্যহত আছে।‘##