০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

পুঠিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৯:৪০:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • ৪৭ পড়েছেন

 পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বাশপুকুরিয়ায় শহিদা বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের বাশপুকুরিয়া-দমাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদা বেগম বাশপুকুর উত্তরপাড়া এলাকার অটোচালক কান্দু আলীর স্ত্রী। বেলপুকুর ইউনিয়ন পরিষদের সদস্য সালাউদ্দীন বলেন, ‘মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া ও মারামারি হতো। শনিবার ভোররাতেও তাদের মধ্যে ঝগড়া শুনতে পেয়েছে প্রতিবেশীরা। তিনি আরও বলেন, ‘প্রতিবেশীদের কাছ থেকে জেনেছি, ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি রহস্যজনক। থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করেছে।’ শনিবার ভোর রাতের যে কোন সময় রাগে ঘোপে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে শাহিদার ঘর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে গিয়ে দেখে শাহিদা ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে বেলপুকুর থানার খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহতের স্বামীর আরেকটি স্ত্রী রয়েছে তাই তাদের মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো বলে জানা গেছে। সে কেন আত্মহত্যা করল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে চুড়ান্ত ভাবে বলা যাবে। এটা হত্যা না আত্মহত্যা । এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন 

পুঠিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত সময় : ০৯:৪০:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

 পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বাশপুকুরিয়ায় শহিদা বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের বাশপুকুরিয়া-দমাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদা বেগম বাশপুকুর উত্তরপাড়া এলাকার অটোচালক কান্দু আলীর স্ত্রী। বেলপুকুর ইউনিয়ন পরিষদের সদস্য সালাউদ্দীন বলেন, ‘মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া ও মারামারি হতো। শনিবার ভোররাতেও তাদের মধ্যে ঝগড়া শুনতে পেয়েছে প্রতিবেশীরা। তিনি আরও বলেন, ‘প্রতিবেশীদের কাছ থেকে জেনেছি, ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি রহস্যজনক। থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করেছে।’ শনিবার ভোর রাতের যে কোন সময় রাগে ঘোপে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে শাহিদার ঘর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে গিয়ে দেখে শাহিদা ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে বেলপুকুর থানার খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহতের স্বামীর আরেকটি স্ত্রী রয়েছে তাই তাদের মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো বলে জানা গেছে। সে কেন আত্মহত্যা করল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে চুড়ান্ত ভাবে বলা যাবে। এটা হত্যা না আত্মহত্যা । এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।