০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বরিশাল সফর স্থগিত: হতাশ নেতা-কর্মীরা

###    প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৮ মার্চ বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় সমাবেশে তাঁর অংশগ্রহণের কথা ছিল। ওই সমাবেশে প্রধানমন্ত্রী এই অঞ্চলের বেশ কিছু উন্নয়নকাজের উদ্বোধন করবেন বলে আশার আলো দেখেছিলেন বরিশালবাসী। হঠাৎ কর্মসূচি স্থগিত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিষয়টির সত্যতা স্বীকার করে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, প্রধানমন্ত্রীর ১৮ মার্চের বরিশাল সফর স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁকে বিষয়টি জানানো হয়েছে। বরিশাল নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর মাহমুদুল হক খান মামুন বলেন, প্রধানমন্ত্রীর কর্মসূচি বাতিল হয়ে গেছে। কবে নাগাদ হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। জানতে চাইলে নগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, হয়তো প্রধানমন্ত্রী পরবর্তীতে বরিশাল সফর করবেন। তাঁর বরিশালে আসাটা রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন। কেননা ২০১৮ সালের পর আর তিনি আসেননি। যে কারণে সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সফর নির্ধারিত হলে দলের জন্য জন্য বড় পাওয়া হবে। বরিশালে আওয়ামী লীগের একাধিক নেতা হতাশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর এবারের কর্মসূচি বাস্তবায়নে নগর আওয়ামী লীগ প্রস্তুতিসভাসহ নানা আয়োজন শুরু করে। তাঁদের আশা ছিল, উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি আগামী সিটি ও জাতীয় নির্বাচন ঘিরে দিকনির্দেশনা দিয়ে যাবেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, তিনিও শুনেছেন, প্রধানমন্ত্রীর ১৮ মার্চের কর্মসূচি স্থগিত করা হয়েছে।##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে নগরীতে বিক্ষোভ-সমাবেশ

প্রধানমন্ত্রীর বরিশাল সফর স্থগিত: হতাশ নেতা-কর্মীরা

প্রকাশিত সময় : ০৯:৩০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩

###    প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৮ মার্চ বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় সমাবেশে তাঁর অংশগ্রহণের কথা ছিল। ওই সমাবেশে প্রধানমন্ত্রী এই অঞ্চলের বেশ কিছু উন্নয়নকাজের উদ্বোধন করবেন বলে আশার আলো দেখেছিলেন বরিশালবাসী। হঠাৎ কর্মসূচি স্থগিত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিষয়টির সত্যতা স্বীকার করে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, প্রধানমন্ত্রীর ১৮ মার্চের বরিশাল সফর স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁকে বিষয়টি জানানো হয়েছে। বরিশাল নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর মাহমুদুল হক খান মামুন বলেন, প্রধানমন্ত্রীর কর্মসূচি বাতিল হয়ে গেছে। কবে নাগাদ হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। জানতে চাইলে নগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, হয়তো প্রধানমন্ত্রী পরবর্তীতে বরিশাল সফর করবেন। তাঁর বরিশালে আসাটা রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন। কেননা ২০১৮ সালের পর আর তিনি আসেননি। যে কারণে সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সফর নির্ধারিত হলে দলের জন্য জন্য বড় পাওয়া হবে। বরিশালে আওয়ামী লীগের একাধিক নেতা হতাশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর এবারের কর্মসূচি বাস্তবায়নে নগর আওয়ামী লীগ প্রস্তুতিসভাসহ নানা আয়োজন শুরু করে। তাঁদের আশা ছিল, উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি আগামী সিটি ও জাতীয় নির্বাচন ঘিরে দিকনির্দেশনা দিয়ে যাবেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, তিনিও শুনেছেন, প্রধানমন্ত্রীর ১৮ মার্চের কর্মসূচি স্থগিত করা হয়েছে।##