০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীর লোকালয়ে মুখপোড়া হনুমান, উৎসুক জনতা

###    দিনাজপুরের ফুলবাড়ীর লোকালয়ে বিগত কয়েকদিন ধরে দেখা মিলছে বিলুপ্ত প্রজাতির ‘মুখপোড়া হনুমানের’। হনুমানটিকে যেখানে দেখা যাচ্ছে সেখানেই উৎসুক জনতার ভিড় করছে। খাবার দিলে সামনে আসছে, আবার খাবার নিয়ে ঘরের কিংবা দোকানের ছাদে বসে খাচ্ছে হনুমানটি। স্থানীয়দের ধারণা – এটি হয়তো সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করেছে।

রবিবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ফুলবাড়ী বিজিবি ক্যাম্প এলাকার ছোয়ানী বাজারের এক টিনের চালায় দেখা যায় হনুমানটিকে। তাকে দেখে পিছু নিচ্ছে শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ। আবার দুষ্টু শিশু-কিশোরেরা হনুমানটিকে দেখে ঢিলও ছুড়ছে। এতে আতঙ্কিত হয়ে হনুমানটি কখনো বাজারের দোকানের ছাদে, কখনো বাড়ির টিনের চালায় উঠে পড়ছে। স্থানীয়রা জানান, গত কয়েকদিন থেকে হুনুমানটি এই এলাকায় দেখা যাচ্ছে। এটি একটি মুখপোড়া হনুমান। উৎসুক মানুষ কাঁচা সবজি, ফলমূলসহ নানা রকমের খাবার খেতে দিচ্ছে হনুমানটিকে। খাবার পেলে সে নিচে নেমে আসছে। আবার কখনো খাবার নিয়ে  উপরে চলে যায়। তবে হনুমানটি একা নয়, আরেকটি ছোট হনুমানও আছে। হনুমান দু’টি দিনের বেলায় লোকালয়ে এলেও রাতের বেলা বাজার সংলগ্ন একটি বেসরকারি মোবাইল ফোনের টাওয়ারে অবস্থান নেয়। মধ্যপাড়া বন বিভাগের ফুলবাড়ী বিট কর্মকর্তা আব্দুল হাই বলেন, মুখপোড়া এই হনুমানটি দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। সাধারণত খাবারের অভাবে এরা বন থেকে লোকালয়ে এসেছে। এরা আমাদের বন্যসম্পদ। এদের খাবার দিয়ে সহযোগিতা করা উচিত। অহেতুক ঢিল ছুড়ে এদের বিরক্ত করা ঠিক নয়। একসময় ঘুরতে ঘুরতে এরা নিজেদের আবাসস্থলে চলে যায়।##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন 

ফুলবাড়ীর লোকালয়ে মুখপোড়া হনুমান, উৎসুক জনতা

প্রকাশিত সময় : ০১:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩

###    দিনাজপুরের ফুলবাড়ীর লোকালয়ে বিগত কয়েকদিন ধরে দেখা মিলছে বিলুপ্ত প্রজাতির ‘মুখপোড়া হনুমানের’। হনুমানটিকে যেখানে দেখা যাচ্ছে সেখানেই উৎসুক জনতার ভিড় করছে। খাবার দিলে সামনে আসছে, আবার খাবার নিয়ে ঘরের কিংবা দোকানের ছাদে বসে খাচ্ছে হনুমানটি। স্থানীয়দের ধারণা – এটি হয়তো সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশ করেছে।

রবিবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ফুলবাড়ী বিজিবি ক্যাম্প এলাকার ছোয়ানী বাজারের এক টিনের চালায় দেখা যায় হনুমানটিকে। তাকে দেখে পিছু নিচ্ছে শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ। আবার দুষ্টু শিশু-কিশোরেরা হনুমানটিকে দেখে ঢিলও ছুড়ছে। এতে আতঙ্কিত হয়ে হনুমানটি কখনো বাজারের দোকানের ছাদে, কখনো বাড়ির টিনের চালায় উঠে পড়ছে। স্থানীয়রা জানান, গত কয়েকদিন থেকে হুনুমানটি এই এলাকায় দেখা যাচ্ছে। এটি একটি মুখপোড়া হনুমান। উৎসুক মানুষ কাঁচা সবজি, ফলমূলসহ নানা রকমের খাবার খেতে দিচ্ছে হনুমানটিকে। খাবার পেলে সে নিচে নেমে আসছে। আবার কখনো খাবার নিয়ে  উপরে চলে যায়। তবে হনুমানটি একা নয়, আরেকটি ছোট হনুমানও আছে। হনুমান দু’টি দিনের বেলায় লোকালয়ে এলেও রাতের বেলা বাজার সংলগ্ন একটি বেসরকারি মোবাইল ফোনের টাওয়ারে অবস্থান নেয়। মধ্যপাড়া বন বিভাগের ফুলবাড়ী বিট কর্মকর্তা আব্দুল হাই বলেন, মুখপোড়া এই হনুমানটি দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। সাধারণত খাবারের অভাবে এরা বন থেকে লোকালয়ে এসেছে। এরা আমাদের বন্যসম্পদ। এদের খাবার দিয়ে সহযোগিতা করা উচিত। অহেতুক ঢিল ছুড়ে এদের বিরক্ত করা ঠিক নয়। একসময় ঘুরতে ঘুরতে এরা নিজেদের আবাসস্থলে চলে যায়।##