
####
বঙ্গপোসাগরে ভাসমান ৪জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। রবিবার কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী কর্তৃক রুটিন টহল চলাকালীন সময়ে কটকা সংলগ্ন সমুদ্র উপকূল থেকে তাদেরকে ু্দ্ধার করে। কোষ্ট গার্ড জানায়, নিয়মিত টহলের সময় কটকা সংলগ্ন সমুদ্র উপকূল এলাকায় একটি ফিশিং বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসতে দেখে। টহল দল ভাসতে থাকা বোটের কাছাকাছি পৌছালে জেলেরা সাহায্য চেয়ে চিৎকার করে। এ সময় কোস্ট গার্ড টহল দল বোটটির কাছে গিয়ে ভাসমান ০৪ জেলেকে জীবিত উদ্ধার করে। পরে কোস্ট গার্ড তাদেরকে প্রাথমিক চিকিৎসা এবং শুকনো খাবার দিয়ে জেলেদের বিকল হওয়া বোটসহ কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী নিয়ে আসে। জেলেরা জানায়, তারা গত ১৬ নভেম্বর মাছ ধরার উদ্দেশ্যে বাগেরহাট জেলার রায়েন্দা এলাকা থেকে যায়। এবং গত ০৩ দিন যাবৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। উদ্ধারকৃত জেলেরা সকলেই বাগেরহাটের শরণখোলা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। ##