
বটিয়াঘাটা প্রতিনিধ ->>
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। খুলনা বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নে সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলার আওয়ামীলীগ নেতৃবৃন্দ। গতকাল সোমবার ৩ অক্টোবর ইউনিয়নের সুরখালী, সুকদাড়া,ভগোবতিপুর,বারোআড়িয়া বাজার, ঠাকুরবাড়ি,কল্যান শ্রী, গজালিয়া, বারোআড়িয়া কলেজ,সুন্দরমহল, মঠবাড়ি,কোদলা সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন,উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য দিলিপ হালদার,মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, উপজেলা আ’লীগ যুব ও ক্রীড়া সম্পাদক শেখ ওয়াহিদুর রহমান, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক রবিন্দ্রনাথ সরকার,বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোতাহার রহমান শিমু,উপজেলা কৃষক লীগ নেতা শেখ মোঃ শাহারুজ্জামান শাহারিয়ার, ইউপি চেয়ারম্যান আছাবুর রহমান আসাব, ইউপি চেয়ারম্যান জিএম মিলন,বিশিষ্ট ব্যবসায়ী ও আ’লীগ নেতা মোঃ আহাদ শেখ, আ’লীগ নেতা
বিএম মাসুদ রানা,আহমেদ আলী গাজী, শেখ লুৎফর রহমান, প্রদীপ মন্ডল,মহিদুল ইসলাম শাহীন,জাকির সরদার, রুহুল আমিন মোল্লা, বুলবুল হোসেন বিপ্লব, আসাদ শেখ, সমর মন্ডল,
জিএম এনামুল হক,বিপ্লব শেখ,সাংবাদিক হিরামন মন্ডল সাগর। আরো উপস্থিত ছিলেন বারোআড়িয়া কলেজের অধ্যক্ষ ফিরোজ আহমেদ তোরাব, প্রভাষক সুজিত কুমার মন্ডল, কুমারেশ সরকার,সত্যপ্রসাদ মল্লিক, শিবানন্দ ঢালী,দিপ্তী ঢালী, বিকাশ চন্দ্র মন্ডল,বারোআড়িয়া কলেজ দৃর্গা পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ হরিদাশ মিস্ত্রি, নির্মল বাওয়ালী। বিনাপানী মন্ডল, তৃপ্তি মন্ডল টুকটুকি, বিথীকা সরদার, হিমাঙ্গীনি মন্ডল, সহ আরো অনেকে। এসময় অতিথিবৃন্দ পূজা মন্ডপের সভাপতি ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ তাদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে করেন। তারা পূজার বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন। পাশাপাশি প্রতিটা মন্দির কমিটির সদস্যদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং প্রতিটা মন্দিরে নিজেস্ব তহবিল থেকে অতিথিবৃন্দ ৭/৮ হাজার টাকা প্রদান করেন।