
বরিশাল সংবাদদাতা::
বরিশালে ২২ দিন ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণে বিভাগীয় ও জেলা প্রশাসন এর যৌথ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ অক্টোবর বিকাল ৪ টায় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর বরিশাল এর আয়োজনে নগরীর ডিসি ঘাটে ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ উপলক্ষে কীর্তনখোলা নদীতে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান অনুষ্ঠিত হয়।
ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান, ডিআইজি রেঞ্জ বরিশাল এসএম আক্তারুজ্জামান, বরিশাল বিভাগের বিভাগীয় উপ পরিচালক মৎস্য অধিদপ্তর আনিসুর রহমান তালুকদার, র্যাব-৮ এর কম্পানি কমান্ডার ক্যাপ্টেন আবুল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ আরও অনেকে।
শুরুতে বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করে অভিযানের উদ্বোধন করেন।
পরে অতিথিরা নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌ-পুলিশের সমন্বয়ে কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে এক আলোচনায় অতিথিরা মা ইলিশ রক্ষায় আমাদের করনীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এসময় বিভাগীয় কমিশনার বরিশাল বলেন, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে ইলিশের সাথে সংশ্লিষ্ট দের সচেতন করতে, এই ২২ দিন বরিশাল জেলায় ইলিশ ধরা, বিক্রয়, সংরক্ষণ, মজুদ, পরিবহন করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেন।