০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালের কলসকাঠীতে চেয়ারম্যান প্রার্থী মাসুদসহ চারজনের বিরুদ্ধে গরু চুরির মামলা

###     বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চাঁদমারী মৃত্যু মোক্তাদির হোসেন সিকদারের পুত্র কলসকাঠী ইউপি নির্বাচনে হেরে যাওয়া মাসুদ সিকদার ও রহিম সিকদার, একই ইউনিয়নের সাদিস গ্রামের আঃ হক মিরার পুত্র এস এম কাইউম হোসেন, রহিম সিকদারের তালাক প্রাপ্ত কন্যা শামসুন্নাহার তৃপ্তিসহ আরো চার থেকে পাঁচ জনকে বিবাদী করে গরু চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তের সাপেক্ষে দুইজনকে গ্রেফতার করেছে বরিশাল কোতোয়ালি থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, মাসুদ সিকদারের সাথে পরকীয়া সম্পর্ক রয়েছে আমিনুল ইসলাম সামিমের তালাকপ্রাপ্ত স্ত্রী শামসুন্নাহার তৃপ্তির সাথে পরকীয়ার সম্পর্ক রয়েছে মাসুদ সিকদারের। সেই জের ধরে মাসুদ শিকদার ওরফে বিট মাসুদ- আমিনুল ইসলাম শামীমকে ঘায়েল করতে সাইম এগ্রো ফার্ম থেকে গরু ও ছাগল লুটপাট করে‌।

মাসুদ সিকদার ওরফে বিট মাসুদ ২০২১ সালে ৯নং কলসকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে বিপুল ভোটে নৌকা মার্কার প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্নার কাছে হেরে যায়। বাকেরগঞ্জ ছেড়ে বরিশাল রুপাতলী হাউজিং ও চাঁদমারিসহ বিভিন্ন স্থানে থেকে চুরি সেস্রামী লুটপাট করে যাচ্ছেন রয়েছে তার নামে একাধিক অভিযোগ।

শুক্রবার বিকেলে (৭মার্চ)বিকেলে গ্রেফতারকৃতদের থানা হাজতে রাখা হয়েছে ও শনিবার ( ৮ মার্চ) আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন এস আই আরাফাত ও জুবায়ের। এরআগে শুক্রবার (৩মার্চ) দুপুরে কোতোয়ালি থানার এলাকাদিন ঠাকুর বাড়ির পোল সংলগ্ন টিয়াখালী সাইম এগ্রো ফার্মে এ চুরির ঘটনা ঘটে।  নওশের কসাই চৌমাথা ও সয়জ উদ্দিনকে ঠাকুর বাড়ির টিয়াখালী নামক স্থান থেকে  বরিশাল কোতোয়ালি  মডেল থানা পুলিশ গ্রেফতার করেন এসময়ে ন‌ওশেরে তথ্য মতে সয়জ‌উদ্দিনের নিকট হইতে লুটপাট করে নেয়া  গরু ও ছাগল উদ্ধার করা হয় । বরিশাল কোতোয়ালি  মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) আনোয়ার হোসেন মামলা ও গ্রেফতারের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাদীর অভিযোগের সত্যতা পেয়ে মামলা রুজু করে শুক্রবার দুই জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’ মামলার বাদী শাহিনুর বেগম (৬৩) গণমাধ্যমকে জানান আমার ছেলের সাইম এগ্রো ফার্ম থেকে লুটপাট করে ( তিনটি গাভিন গরু ও একটি বাছুর গরু ) ও (দশ টি ছাগল) নিয়ে যায় যাহার  (বাজারমূল্য  আট  লাখ টাকা) অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ তদন্ত করে উদ্ধার করে দিয়েছে । এ বিষয়ে জানতে কলসকাঠী ইউনিয়নের হেরে যাওয়া চেয়ারম্যান প্রার্থী ও বিট মাসুদ নামে পরিচিত সে, মাসুদ সিকদারকে সংবাদকর্মী পরিচয় দিয়ে মুঠোফোনে কল দিলে বিষয়টি জানার জন্য তিনি রংনাম্বার বলে কেটে দেন।##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন 

বরিশালের কলসকাঠীতে চেয়ারম্যান প্রার্থী মাসুদসহ চারজনের বিরুদ্ধে গরু চুরির মামলা

প্রকাশিত সময় : ০৮:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩

###     বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চাঁদমারী মৃত্যু মোক্তাদির হোসেন সিকদারের পুত্র কলসকাঠী ইউপি নির্বাচনে হেরে যাওয়া মাসুদ সিকদার ও রহিম সিকদার, একই ইউনিয়নের সাদিস গ্রামের আঃ হক মিরার পুত্র এস এম কাইউম হোসেন, রহিম সিকদারের তালাক প্রাপ্ত কন্যা শামসুন্নাহার তৃপ্তিসহ আরো চার থেকে পাঁচ জনকে বিবাদী করে গরু চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তের সাপেক্ষে দুইজনকে গ্রেফতার করেছে বরিশাল কোতোয়ালি থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, মাসুদ সিকদারের সাথে পরকীয়া সম্পর্ক রয়েছে আমিনুল ইসলাম সামিমের তালাকপ্রাপ্ত স্ত্রী শামসুন্নাহার তৃপ্তির সাথে পরকীয়ার সম্পর্ক রয়েছে মাসুদ সিকদারের। সেই জের ধরে মাসুদ শিকদার ওরফে বিট মাসুদ- আমিনুল ইসলাম শামীমকে ঘায়েল করতে সাইম এগ্রো ফার্ম থেকে গরু ও ছাগল লুটপাট করে‌।

মাসুদ সিকদার ওরফে বিট মাসুদ ২০২১ সালে ৯নং কলসকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে বিপুল ভোটে নৌকা মার্কার প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্নার কাছে হেরে যায়। বাকেরগঞ্জ ছেড়ে বরিশাল রুপাতলী হাউজিং ও চাঁদমারিসহ বিভিন্ন স্থানে থেকে চুরি সেস্রামী লুটপাট করে যাচ্ছেন রয়েছে তার নামে একাধিক অভিযোগ।

শুক্রবার বিকেলে (৭মার্চ)বিকেলে গ্রেফতারকৃতদের থানা হাজতে রাখা হয়েছে ও শনিবার ( ৮ মার্চ) আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন এস আই আরাফাত ও জুবায়ের। এরআগে শুক্রবার (৩মার্চ) দুপুরে কোতোয়ালি থানার এলাকাদিন ঠাকুর বাড়ির পোল সংলগ্ন টিয়াখালী সাইম এগ্রো ফার্মে এ চুরির ঘটনা ঘটে।  নওশের কসাই চৌমাথা ও সয়জ উদ্দিনকে ঠাকুর বাড়ির টিয়াখালী নামক স্থান থেকে  বরিশাল কোতোয়ালি  মডেল থানা পুলিশ গ্রেফতার করেন এসময়ে ন‌ওশেরে তথ্য মতে সয়জ‌উদ্দিনের নিকট হইতে লুটপাট করে নেয়া  গরু ও ছাগল উদ্ধার করা হয় । বরিশাল কোতোয়ালি  মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) আনোয়ার হোসেন মামলা ও গ্রেফতারের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাদীর অভিযোগের সত্যতা পেয়ে মামলা রুজু করে শুক্রবার দুই জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’ মামলার বাদী শাহিনুর বেগম (৬৩) গণমাধ্যমকে জানান আমার ছেলের সাইম এগ্রো ফার্ম থেকে লুটপাট করে ( তিনটি গাভিন গরু ও একটি বাছুর গরু ) ও (দশ টি ছাগল) নিয়ে যায় যাহার  (বাজারমূল্য  আট  লাখ টাকা) অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ তদন্ত করে উদ্ধার করে দিয়েছে । এ বিষয়ে জানতে কলসকাঠী ইউনিয়নের হেরে যাওয়া চেয়ারম্যান প্রার্থী ও বিট মাসুদ নামে পরিচিত সে, মাসুদ সিকদারকে সংবাদকর্মী পরিচয় দিয়ে মুঠোফোনে কল দিলে বিষয়টি জানার জন্য তিনি রংনাম্বার বলে কেটে দেন।##