০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  • অফিস ডেক্স।।
  • প্রকাশিত সময় : ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ৬৩ পড়েছেন

###    খুলনায় বিদ্যুৎ-গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে নগরীর জলিল টাওয়ারে সামনে সমাবেশ অনুষ্ঠিত চয়েছে। সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ-গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে দেশের সাধারণ মানুষের সীমাহীন দুর্বিসহ অবস্থার দিনযাপন করছে। সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সারাক্ষণ কেবল উন্নয়নের ধাধায় আচ্ছন্ন করে রাখার চেষ্টায় রত। প্রকল্পের পর মেঘা প্রকল্পের মাধ্যমে দেশের অর্থকে বিদেশে পাচার করার সুযোগ করে দিচ্ছে ফুলে ফেঁপে ওঠা ধনিকশ্রেণিদের। যাদের নেই কোনো দেশাত্মবোধ। মিল কারখানা বন্ধ করায় বেকারের সংখ্যা ক্রমান্বয়ে স্ফীত হচ্ছে। তাদের রচিত সংবিধান তারাই সংশোধন করছে। রাতের আধারে ভোট করে ক্ষমতার মসনদ পাঁকাপোক্ত করছে। সীমাহীন দুর্নীতি লুটপাট সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। পার্টির খুলনা জেলা কমিটির সম্পাদকম-লীর অন্যমত সদস্য কমরেড মোস্তফা খালিদ খসরুর সভাপতিত্বে এবং কমরেড কাজী দেলোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কমরেড মোজাম্মেল হক খান, জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড আনিসুর রহমান মিঠু, কমরেড সমরেশ রায়, সদর থানা কমিটির সম্পাদক কমরেড ডলার মাহমুদ, হ্যান্ডলিং শ্রমিক নেতা সাইদ হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বিদ্যুৎ-গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো ও নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনী তদারকী সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবী জানান। অন্যথায় শ্রমিক-কৃষক মেনতী মানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। পুঁজিবাদী বুর্জোয়াশ্রেণির বিরুদ্ধে বাম বিকল্প সরকার গঠনের আহ্বান জানান বক্তারা। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে নগরীতে বিক্ষোভ-সমাবেশ

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

প্রকাশিত সময় : ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩

###    খুলনায় বিদ্যুৎ-গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে নগরীর জলিল টাওয়ারে সামনে সমাবেশ অনুষ্ঠিত চয়েছে। সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ-গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে দেশের সাধারণ মানুষের সীমাহীন দুর্বিসহ অবস্থার দিনযাপন করছে। সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সারাক্ষণ কেবল উন্নয়নের ধাধায় আচ্ছন্ন করে রাখার চেষ্টায় রত। প্রকল্পের পর মেঘা প্রকল্পের মাধ্যমে দেশের অর্থকে বিদেশে পাচার করার সুযোগ করে দিচ্ছে ফুলে ফেঁপে ওঠা ধনিকশ্রেণিদের। যাদের নেই কোনো দেশাত্মবোধ। মিল কারখানা বন্ধ করায় বেকারের সংখ্যা ক্রমান্বয়ে স্ফীত হচ্ছে। তাদের রচিত সংবিধান তারাই সংশোধন করছে। রাতের আধারে ভোট করে ক্ষমতার মসনদ পাঁকাপোক্ত করছে। সীমাহীন দুর্নীতি লুটপাট সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। পার্টির খুলনা জেলা কমিটির সম্পাদকম-লীর অন্যমত সদস্য কমরেড মোস্তফা খালিদ খসরুর সভাপতিত্বে এবং কমরেড কাজী দেলোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কমরেড মোজাম্মেল হক খান, জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড আনিসুর রহমান মিঠু, কমরেড সমরেশ রায়, সদর থানা কমিটির সম্পাদক কমরেড ডলার মাহমুদ, হ্যান্ডলিং শ্রমিক নেতা সাইদ হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বিদ্যুৎ-গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো ও নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনী তদারকী সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবী জানান। অন্যথায় শ্রমিক-কৃষক মেনতী মানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। পুঁজিবাদী বুর্জোয়াশ্রেণির বিরুদ্ধে বাম বিকল্প সরকার গঠনের আহ্বান জানান বক্তারা। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ##