
### বরিশালের বাকেরগঞ্জে কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফ্রেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খাদিজা নাসরিনের সভাপতিত্বে ও গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খানের পরিচালনায় ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সজল চন্দ্র শীল, অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, জেলা পরিষদ সদস্য মোঃ ইমাম হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন হাওলাদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, গারুড়িয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস কুদ্দুস নান্টু, সাবেক ইউপি সদস্য মামুন খান প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। ##