
### বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার বাখেরকাঠী নামক স্থানে ২৫ অক্টোবর সকালে একটি ব্যাটারি চালিত অটো রিক্সা ব্যাটারি বিহীন পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় জনগন। বিষয়টি বাকেরগঞ্জ থানা পুলিশ জানতে পারলে রঙ্গশ্রী ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত এসআই মনিরুজ্জামান ঘটনা স্থান থেকে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বিষয়টি থানা পুলিশের কাছে রহস্যময় মনে হলে তারা বিভিন্ন মাধ্যমে গাড়ির মালিকদের পরিচয় নিশ্চিত করে তাদের সাথে যোগাযোগ করেন। ওই পরিবারের সাথে যোগাযোগ করে জানতে পারেন গাড়ির মালিক মিলন হাওলাদার নিজেই গাড়িটি চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। ২৪ অক্টোবর বিকাল থেকে তার কোন সন্ধান পাচ্ছেনা তার পরিবার। ২৬ অক্টোবর দুপুরে বাখেরকাঠী লাশ দেখে স্থানীয়রা থানায় জানান এবং থানা পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে। নিহত অটোরিক্স ড্রইবার নলছিটি থানার মানিক হাওলাদার এর পুত্র মিলন হাওলাদার (২৩) তিনি বরিশাল পুরাতন বানী মন্দিরের পাশে সত্তার গাজীর বাসার ভাড়াটিয়া।
বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী ইউনিয়নের বিট অফিসার এসআই মনিরুজ্জামান জানান, নিহত মিলন হাওলাদারের অটো রিক্সা ব্যাটারি বিহীন আমরা ২৫ অক্টোবর উদ্ধার করি এবং আজ ২৬ অক্টোবর দুপুর ২:৩০ এর সময় অটোরিক্সার ড্রাইভার মিলন হাওলাদার (২৩) এর মরাদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয় বাকেরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২২/২৬ অক্টোবর ২০২২। মৃত্যু ব্যাক্তির লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ##