
বাকেরগঞ্জ প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে একজনকে খাসজমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬জানুয়ারি) উপজেলার চরআউলিয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের চরআউলিয়াপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুজর ইজাজুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় তিনি আকিব জাভেদকে পঞ্চম হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আবুজর ইজাজুল হক জানান,অবৈধ ভাবে খাস জমি থেকে মাটি কাটা ও বিক্রিসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এক জনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও বালুমহলও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০এর(১৫)১ ধারায় এ অভিযান পরিচালনা করা হয় ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি গণমাধ্যম কর্মীদের জানান।