
বাকেরগঞ্জ প্রতিনিধি :
কলকাঠি বাগদিয়া গ্ৰামের বসত ঘর থেকে ২০০ গ্ৰাম গাঁজা সহ মোসাম্মৎ রাজিয়া আক্তার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ ফরহাদ সরদারের নির্দেশনায় ও বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমানের নেতৃত্বে এস আই মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে কলসকাঠি থেকে এই নারী মাদক ব্যবসায়ী কে গ্ৰেপ্তার করেন। এই মাদক মামলায় ২নং আসামি রাজিয়া বেগমের স্বামী আসলাম মীর পলাতক রয়েছে। এ খবরে কলসকাঠির সাধারণ মানুষ বাকেরগঞ্জ থানা পুলিশের সফলতার প্রসংসা করছেন। মামলা সম্পর্কে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান গনমাধ্যম কর্মীদেরকে বলেন মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেয়া হবে না, হয় দেশ ছেড়ে পালাবে নাহয় জেলে থাকতে হবে । বাকেরগঞ্জ কে যেকোনো মূল্যে মাদক সন্ত্রাস মুক্ত করবো ইনশাআল্লাহ। আমাদের অভিযান অব্যহত থাকবে।