
উত্তম দাস বাকেরগঞ্জ : বাকেরগঞ্জে মতুয়া মিশনের মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত ।
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। অনুষ্ঠানে মতুয়ারত্ন শ্রীমৎ উত্তম গোঁসাইয়ের সভাপতিত্বে, সভাপতি মতুয়া মিশন বাকেরগঞ্জ উপজেলা অরুণ চন্দ্র দাস তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার শীল, সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস শিবু বাকেরগঞ্জ থানা ওসি তদন্ত সত্যরঞ্জন খাসকেল, বাকেরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সুজন দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সুনীল কুমার দাস ঝন্টু, বাবু বরণ কুমার সাহা পূজা উদযাপন পরিষদ মন্দির বাকেরগঞ্জ বন্দর, বাকেরগঞ্জ বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্নসাধারন সম্পাদক বিপ্লব মিত্র কাউন্সিলর অঞ্জু রানী দেবনাথ, এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল পূজা উদযাপন কমিটির যুগ্মসাধারন সম্পাদক বাবু পংকজ কুমার দাস, জাতীয় , উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশীষ চক্র দেবনাথ, পৌর যুবলীগের প্রচার সম্পাদক বিক্রম দাস, সহ বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা সনাতন ধর্মালম্বী বৃন্দ। মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা শেষে শ্রী শ্রী হরি- গুরু চাঁদ চরণে প্রার্থনা করা হয় সৃষ্টির মানব কল্যাণে । প্রার্থনা শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।