
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে গতকাল শুক্রবার (০৯,০৯,২২) তারিখ বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সাবেক সভাপতির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত।আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।
আলোচনা সভায় জাতীয়তাবাদী মহিলা দলের বাগেরহাট জেলা শাখার সভানেত্রী শাহিদা আক্তারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নারগীস আক্তার ইভার সঞ্চালনায় আয়োজিত উক্ত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মান্না,কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাফুদৌলা জুয়েল,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, জেলা মহিলা দলের নেত্রী মমতাজ মেরী,তাসলিমা বেগম,রাহেলা বেগম,কমলা বেগম.মাহমুদা বেগম,সাগর আকতার,সামসুন নাহার,মর্জিনা বেগম, কলিনা বেগমসহ দলের অন্যান্য নেত্রীবৃন্দ।এ সময় বক্তারা বলেন,মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী হলেও আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছিনা।কারন আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে এই সরকার।তাই আগামী দিনে খালেদা জিয়াকে মুক্ত করতে মহিলা দল আর ঘরে বসে থাকবে না।বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য মহিলা দল রাজপথে থাকবে।আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদাজীয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
মোড়েলগজ্ঞ উপজেলা কৃষকলীগের আহবায়ক কমিটি অনুমোদন
বাগেরহাট অফিস
বাংলাদেশ কৃষকলীগের বাগেরহাট জেলা কমিটির সভাপতি বাগেরহাট পৌর সভার প্যানেল মেয়র শেখ আবুল হাশেম শিপন ও সাধারন সম্পাদক ডেমা ইউপি চেয়ারম্যান মো: মনি মল্লিক গতকাল শুক্রবার (০৯,০৯,২২) তারিখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মো: আবুল কালাম আজাদকে আহবায়ক,সরদার হাফিজুর রহমান লাভলুকে সদস্য সচীব এবং খান মো: গোলাম মোস্তফা,মো: রেজাউল ইসলাম রাজুকে সদস্য করে মোড়েলগজ্ঞ উপজেলা কৃষকলীগের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।এবং আগামী ৯০ দিনের মধ্যে ১৬টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সম্মেলন কার্যক্রম সম্পন্ন করে উপজেলা সম্মেলন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।