
বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জানুয়ারী) দুপুরে বাংলাদেশ তাতী লীগ বাগেরহাট জেলা শাখার উদ্দোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাগেরহাট জেলা তাতী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাগেরহাট রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় জেলা তাতী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কোষাধাক্ষ্য আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, সাধারন সম্পাদক ইফতেখারুল ইসলাম রানা, সহ-সভাপতি বরকত আলী মীর, প্রচার সম্পাদক সজিব শিকদার, ক্রীড়া সম্পাদক আবুল কালাম, বাগেরহাট সদর থানা তাতী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক লিটু দাস, বাগেরহাট পৌর তাতী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন মিঠু, সাধারন সম্পাদক আরাফাত মীর, মৃদুল শিকদার, মানিকসহ তাতী লীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন।