
### বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে নিরাপদ সড়ক চাই‘র ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।পরে নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবরের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।আলোচনা সভায় আরও বক্তব্য দেন,বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক,হাইওয়ে পুলিশ খুলনা জোনের পুলিশ সুপার ইব্রাহিম খলিল,বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সীতা রানী দেবনাথ প্রমুখ। বক্তারা বলেন,নানা কারণে দেশে সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে।এর মধ্যে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো,মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো,নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে গাড়ি চালানো অন্যতম।এসব কাজ আইনের দৃষ্টিতে অপরাধও।এই কারণে সড়ক দূর্ঘটনা বন্ধে আইনের প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে হবে।এজন্য নিরাপদ সড়ক চাই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিরাপদ সড়ক চাইয়ের পাশাপাশি সকলকে সড়ক দূর্ঘটনা রোধে কাজ করার আহবান জানান বক্তারা। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।এসব অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সদস্য ও বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ##