
### বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক জননেতা আজিজুল বারী হেলাল ও খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক আমীর এজাজ খানসহ ১৮ নেতাকর্মী উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিন দিয়েছে মহামান্য হাইকোর্ট। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোঃ আমিনুল ইসলাম এর দ্বৈত বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমির এজাজ খান, যুগ্ম-আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজসহ ১৮জনের নাম উল্লেখ করে ১৩০জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে ডুমুরিয়া থানা পুলিশ। গত ১১ ফেব্রুয়ারি রাতে এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান বাদী হয়ে নাশকতার সৃষ্টির অভিযোগে মামলাটি করেন।