০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনায় প্রস্তুতি সভা

  • অফিস ডেক্স।।
  • প্রকাশিত সময় : ০৩:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • ৬১ পড়েছেন
###    আগামী ৫ জুন খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, পরিবেশকে বাঁচাতে হলে পলিথিন বর্জন করতে হবে। শিশুসহ সকল পর্যায়ের মানুষের মাঝে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। পলিথিনের উৎপাদন বন্ধ করে পরিবেশ বান্ধব পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষ্যে ৫ জুন সকাল পৌনে নয়টায় খুলনা রেলস্টেশন থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। সভায়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ শাহ, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল শামীমউল হাসান শামীম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ ইকবাল হোসেনসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।##
Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন 

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনায় প্রস্তুতি সভা

প্রকাশিত সময় : ০৩:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
###    আগামী ৫ জুন খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, পরিবেশকে বাঁচাতে হলে পলিথিন বর্জন করতে হবে। শিশুসহ সকল পর্যায়ের মানুষের মাঝে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। পলিথিনের উৎপাদন বন্ধ করে পরিবেশ বান্ধব পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষ্যে ৫ জুন সকাল পৌনে নয়টায় খুলনা রেলস্টেশন থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। সভায়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ শাহ, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল শামীমউল হাসান শামীম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ ইকবাল হোসেনসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।##