
### নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার বিভিন্ন এলাকায় মাদকের রমরমা বাণিজ্য শুরু করেছে একটি মাদক ব্যবসায়ী চক্র। এ চক্রটি পৌরসভার ৩নং ওয়ার্ডের পাঁচতলার পাশে জাহাঙ্গীর কমিশনারের বাড়ির পাশেই আনারের বাড়ি এবং তার বিপরীতে বাঙ্গালপাড়া যাওয়ার পথে আডারের বাড়িসহ দুটি পরিত্যাক্ত বাড়িতে মাদকের ব্যবসা করছে।
এ মাদক ব্যবসায়ী চক্রের হোতা রুহুল আমিন ওরফে রুহুলের নেতৃত্বে আশরাফুল, সুমন, মালামাল বহনকারী গাড়ি চালক সুজন, হাসেমের ছেলে মো: আলী, মালেক হাজীর ছেলে ইয়াছিন, দেলোয়ার, দুলা মিয়ার ছেলে ইসমাইল, সোহেল, অলি ও হানিফাসহ বড় একটি গ্রুপ মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে।এলাকাবাসী কেউ এ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ভয়ে কোন কথা বলতে পারছে না।
সরেজমিনে এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে এবং মাধবদী থানায় প্রদত্ত অভিযোগে জানা গেছে, গত কিছুদিন আগে হানিফা বাড়িতে মাদক বিক্রির সময় পুলিমের হাতে গ্রেফতার হয়। জেল থেকে বের হয়ে মো: বাবুল মিয়া তাদেরকে ধরিয়ে দেয়ার অবিযোগে ৬অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার উপর হামলা করে। এ সময় তাকে বাঁচাতে গেলে তার ভাগিনা ইমনকে লোহার রড় ও কাঠ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ মাদক সেবনকারী ও বিক্রেতাদের ভয়ে বাবুল মিয়া ও পরিবার আতংকে দিন কাটাচ্ছে। এলাকার সাধারণ মানুষ মাদকের ভয়াবহ থাবা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। ##