১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

মিঠামইন সেনানিবাস পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

  • নিউজ ডেক্স।।
  • প্রকাশিত সময় : ১০:২০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ৪০ পড়েছেন

###    কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সেনানিবাস পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি শুক্রবার নবনির্মিত ‘মিঠামইন সেনানিবাস’ নির্মাণ কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেছেন। বঙ্গভবনের এক মুখপাত্রের বরাতে বাসস জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির পৈতৃক বাসভবনের খুব কাছে নবনির্মিত এ সেনানিবাসের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে মিঠামইন উপজেলার সেনানিবাস এলাকায় পৌঁছলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। তিনি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ রাষ্ট্রপতিকে নির্মাণের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক ও মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেসসচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছিলেন। এ দিন বিকালে মিঠামইন উপজেলার করিমগঞ্জ গ্রামে পারিবারিক কবরস্থানে মা-বাবা পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত করে মোনাজাত করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।রাষ্ট্রপতি তার নিজ জেলায় চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্পের তদারকি করতে তিন দিনের সফরে ১৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ যান এবং মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন।##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

আগামী জানুয়ারি থেকে মোংলা-যশোর রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

মিঠামইন সেনানিবাস পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

প্রকাশিত সময় : ১০:২০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩

###    কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সেনানিবাস পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি শুক্রবার নবনির্মিত ‘মিঠামইন সেনানিবাস’ নির্মাণ কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেছেন। বঙ্গভবনের এক মুখপাত্রের বরাতে বাসস জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির পৈতৃক বাসভবনের খুব কাছে নবনির্মিত এ সেনানিবাসের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে মিঠামইন উপজেলার সেনানিবাস এলাকায় পৌঁছলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। তিনি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ রাষ্ট্রপতিকে নির্মাণের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক ও মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেসসচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছিলেন। এ দিন বিকালে মিঠামইন উপজেলার করিমগঞ্জ গ্রামে পারিবারিক কবরস্থানে মা-বাবা পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত করে মোনাজাত করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।রাষ্ট্রপতি তার নিজ জেলায় চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্পের তদারকি করতে তিন দিনের সফরে ১৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ যান এবং মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন।##