
নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জ উলানিয়া ব্র্যাকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১জানুয়ারী ) সকাল ১০ টায় উলানিয়া সদর রোডে এ উপশাখার উদ্বোধন করা হয়। ব্যবস্থাপক প্রগতি মেহেন্দিগঞ্জ শাখার ম্যানেজার মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে, বিভাষ চন্দ্র তরফদার জেলা সমন্বয়কের সঞ্চালন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ৫১ বছর ধরে অতি সুনামের সহিত ব্রাক গ্রাহক সেবা দিয়ে চলেছে। অন্যান্য এনজিওর থেকে ব্রাক কম কমিশনে গ্রাহক সেবা দেয়। গ্রাহকদের চাহিদা পূরণে প্রতিনিয়ত সেবা দিচ্ছে ব্রাক।, প্রধান অতিথি ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরননবী, বিশেষ অতিথি মোঃ কাজী আব্দুল হালিম, চেয়ারম্যান দক্ষিণ উলানিয়া মোঃ আমিরুল ইসলাম বেল্লাল চেয়ারম্যান গোবিন্দ পুর এছাড়া ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম আঞ্চলিক ব্যবস্থাপক , মোঃ শাহানুর আলম, রজত কুমার মন্ডল, সহকারী ব্যবস্থাপক ডিভিশনাল অফিস বরিশাল সুভাষ কুমার সরকার , এডমিন, ডিভিশনাল অফিস, কিংকর কুমার দাস এলাকা ব্যবস্থাপক দাবি হিজলা, মোঃ মোস্তাফিজুর রহমান ,উপজেলা হিসাব ব্যবস্থাপক, অর্থ ও হিসাব, হিজলা, মোঃ কাওছার হোসেন, ও মোঃ কামাল হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক মেহেন্দিগঞ্জ ও অন্যান্য ব্রাক শাখার সহকর্মী বৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এছাড়াও বিভিন্ন পেশা শ্রেনীর সাধারণ জনগণ।