০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

যে কোন দুর্যোগে রেডক্রিসেন্ট ক্ষতিগ্রস্থ মানুষের সেবা দিয়ে আসছে : সিটি মেয়র

####
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক বলেন, হেনরি ডুনান্ট ছিলেন আর্তমানবতার সেবায় নিবেদিত একজন মানুষ। এই পৃথিবী যতদিন থাকবে ততদিন তাঁর নাম স্মরণীয় হয়ে থাকবে। ফ্রান্স ও অষ্ট্রেলিয়ার মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী যুদ্ধের ক্ষয়-ক্ষতির দৃশ্য তাঁকে ভীষণভাবে ভাবিয়ে তোলে। সেই ভাবনা থেকেই তিনি যোদ্ধাহত মানুষের সেবায় আত্মনিয়োগ করার সিদ্ধান্ত নেন এবং গঠন করেন রেড ক্রস নামক সেবামূলক সংস্থা। সিটি মেয়র বুধবার সকালে খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিট এ আলোচনা সভার আয়োজন করে। সিটি মেয়র কেক কেটে দিবসটি পালন উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন।
সিটি মেয়র আরো বলেন, আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন যুদ্ধবিদ্ধস্ত দেশ পুনর্গঠনে মনোনিবেশ করেন তখন রেড ক্রিসেন্ট সোসাইটি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বঙ্গবন্ধু দেশে সংস্থাটিকে নতুনভাবে গড়ে তোলেন। সেই থেকে যে কোন দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক এ সংস্থাটি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছে বলে তিনি উল্লেখ করেন।
রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান সাবেক কাউন্সিলর হালিমা ইসলাম-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন কবির, নির্বাহী সদস্য আহসান উল্লাহ কলেজের অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কেসিসি’র কাউন্সিলর আলী আকবর টিপু, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোজী ইসলাম ও সাবেক কাউন্সিলর মো: শামসুজ্জামান মিয়া স্বপন।
উল্লেখ্য, রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় খুলনায় একটি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও একটি বøাড ব্যাংক-এর নির্মাণ কাজ শুরু হয়েছে। খুব শীঘ্র আরো কয়েকটি প্রকল্পের কাজ শুরু হবে। সেবামূলক এ সকল কাজে ব্যক্তিগতভাবে কেউ সহযোগিতার জন্য এগিয়ে আসলে তা সানন্দে গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম, রেড ক্রিসেন্ট যুব ইউনিটের সাবেক সদস্য গোলাম রব্বানী, শিক্ষার্থী ফাইজা, অর্পিতা দেবনাথ প্রমুখ বক্তৃতা করেন। রেডক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের সদস্য, যুব ইউনিটের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik Madhumati

জনপ্রিয়

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন 

যে কোন দুর্যোগে রেডক্রিসেন্ট ক্ষতিগ্রস্থ মানুষের সেবা দিয়ে আসছে : সিটি মেয়র

প্রকাশিত সময় : ০৮:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

####
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক বলেন, হেনরি ডুনান্ট ছিলেন আর্তমানবতার সেবায় নিবেদিত একজন মানুষ। এই পৃথিবী যতদিন থাকবে ততদিন তাঁর নাম স্মরণীয় হয়ে থাকবে। ফ্রান্স ও অষ্ট্রেলিয়ার মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী যুদ্ধের ক্ষয়-ক্ষতির দৃশ্য তাঁকে ভীষণভাবে ভাবিয়ে তোলে। সেই ভাবনা থেকেই তিনি যোদ্ধাহত মানুষের সেবায় আত্মনিয়োগ করার সিদ্ধান্ত নেন এবং গঠন করেন রেড ক্রস নামক সেবামূলক সংস্থা। সিটি মেয়র বুধবার সকালে খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিট এ আলোচনা সভার আয়োজন করে। সিটি মেয়র কেক কেটে দিবসটি পালন উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন।
সিটি মেয়র আরো বলেন, আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন যুদ্ধবিদ্ধস্ত দেশ পুনর্গঠনে মনোনিবেশ করেন তখন রেড ক্রিসেন্ট সোসাইটি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বঙ্গবন্ধু দেশে সংস্থাটিকে নতুনভাবে গড়ে তোলেন। সেই থেকে যে কোন দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক এ সংস্থাটি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছে বলে তিনি উল্লেখ করেন।
রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান সাবেক কাউন্সিলর হালিমা ইসলাম-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন কবির, নির্বাহী সদস্য আহসান উল্লাহ কলেজের অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কেসিসি’র কাউন্সিলর আলী আকবর টিপু, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোজী ইসলাম ও সাবেক কাউন্সিলর মো: শামসুজ্জামান মিয়া স্বপন।
উল্লেখ্য, রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় খুলনায় একটি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও একটি বøাড ব্যাংক-এর নির্মাণ কাজ শুরু হয়েছে। খুব শীঘ্র আরো কয়েকটি প্রকল্পের কাজ শুরু হবে। সেবামূলক এ সকল কাজে ব্যক্তিগতভাবে কেউ সহযোগিতার জন্য এগিয়ে আসলে তা সানন্দে গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম, রেড ক্রিসেন্ট যুব ইউনিটের সাবেক সদস্য গোলাম রব্বানী, শিক্ষার্থী ফাইজা, অর্পিতা দেবনাথ প্রমুখ বক্তৃতা করেন। রেডক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের সদস্য, যুব ইউনিটের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।