০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রাঙামাটিতে ৩২ ঘণ্টা হরতালের ডাক : কাজী মুজিবুর

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ১১:১৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • ৫৪ পড়েছেন

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠককে কেন্দ্র করে রাঙামাটিতে ৩২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে পাহাড়ের বাঙালিভিত্তিক আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সোমবার দুপুরে রাঙামাটি শহরের এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ এই ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।

সংবাদ সম্মেলন থেকে তিনি বলেন, বুধবার (৭ সেপ্টেম্বর) রাঙামাটি শহরে ভূমি কমিশনের অস্থায়ী কার্যালয়ে ভূমি নিষ্পত্তি বিষয়ক বৈঠকর আহ্বান করা হয়েছে। এ বৈঠক পার্বত্য চট্টগ্রামের মানুষের ভূমি অধিকার নিয়ে ষড়যন্ত্রের একটি অংশ।

তাই আগামীকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা হতে পরদিন বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত ৩২ ঘণ্টা হরতাল আহ্বান করছি। আমরা এই বৈঠককে প্রত্যাখ্যান করছি।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব আলমগীর কবির বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে দফায় দফায় ভূমি কমিশনের সাথে বৈঠক করেছি। তাদের আইন সংশোধনের আহ্বান করেছি এবং বিভিন্ন প্রস্তাব দিয়েছি। তারা কোনো কিছু না মেনে নিজেদের খেয়াল খুশি মতো, আঞ্চলিক দলগুলোর ইচ্ছায় কাজ করছে। তাই আমরা এ কমিশনের বাতিল চাই।

এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা মো. আবু বক্কর, মো. সোলাইমান অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ভূমি কমিশনে সকল জাতিগোষ্ঠির প্রতিনিধিত্ব রাখা, বিরোধ নিষ্পত্তি কার্যক্রম শুরুর আগে ভূমি জরিপ করা, সংবিধানের সাথে সাংঘর্ষিক ভূমি কমিশনের ২০১৬ সালের সংশোধনী বাতিল, দেশের প্রচলিত ভূমি আইনে বিরোধ নিষ্পত্তি, কমিশনের কারণে ভূমিচ্যুতদের পার্বত্য চট্টগ্রামের খাস জমিতে পুনর্বাসন, ‘তথাকথিত’ রীতিনীতি প্রথার বদলে বিদ্যমান ভূমি আইনের প্রয়োগ ও ইতোপূর্বে বন্দোবস্তি বা কবুলিয়ত পাওয়া কাউকে ভূমির মালিকানা থেকে উচ্ছেদ না করার সাত দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন 

রাঙামাটিতে ৩২ ঘণ্টা হরতালের ডাক : কাজী মুজিবুর

প্রকাশিত সময় : ১১:১৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠককে কেন্দ্র করে রাঙামাটিতে ৩২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে পাহাড়ের বাঙালিভিত্তিক আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সোমবার দুপুরে রাঙামাটি শহরের এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ এই ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।

সংবাদ সম্মেলন থেকে তিনি বলেন, বুধবার (৭ সেপ্টেম্বর) রাঙামাটি শহরে ভূমি কমিশনের অস্থায়ী কার্যালয়ে ভূমি নিষ্পত্তি বিষয়ক বৈঠকর আহ্বান করা হয়েছে। এ বৈঠক পার্বত্য চট্টগ্রামের মানুষের ভূমি অধিকার নিয়ে ষড়যন্ত্রের একটি অংশ।

তাই আগামীকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টা হতে পরদিন বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত ৩২ ঘণ্টা হরতাল আহ্বান করছি। আমরা এই বৈঠককে প্রত্যাখ্যান করছি।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব আলমগীর কবির বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে দফায় দফায় ভূমি কমিশনের সাথে বৈঠক করেছি। তাদের আইন সংশোধনের আহ্বান করেছি এবং বিভিন্ন প্রস্তাব দিয়েছি। তারা কোনো কিছু না মেনে নিজেদের খেয়াল খুশি মতো, আঞ্চলিক দলগুলোর ইচ্ছায় কাজ করছে। তাই আমরা এ কমিশনের বাতিল চাই।

এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা মো. আবু বক্কর, মো. সোলাইমান অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ভূমি কমিশনে সকল জাতিগোষ্ঠির প্রতিনিধিত্ব রাখা, বিরোধ নিষ্পত্তি কার্যক্রম শুরুর আগে ভূমি জরিপ করা, সংবিধানের সাথে সাংঘর্ষিক ভূমি কমিশনের ২০১৬ সালের সংশোধনী বাতিল, দেশের প্রচলিত ভূমি আইনে বিরোধ নিষ্পত্তি, কমিশনের কারণে ভূমিচ্যুতদের পার্বত্য চট্টগ্রামের খাস জমিতে পুনর্বাসন, ‘তথাকথিত’ রীতিনীতি প্রথার বদলে বিদ্যমান ভূমি আইনের প্রয়োগ ও ইতোপূর্বে বন্দোবস্তি বা কবুলিয়ত পাওয়া কাউকে ভূমির মালিকানা থেকে উচ্ছেদ না করার সাত দফা দাবি জানিয়েছে সংগঠনটি।