১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

রাজধানীতে সোনালী ব্যাংকের স্টাফ বাসে আগুন

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০৮:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • ২৪ পড়েছেন

রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের কর্মী পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, সোমবার বিকালে দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন দেখেন স্থানীয় লোকজন। পরে তারা ফায়ার সার্ভিসে ফোন দেন। তবে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনের গলিতে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাসের পেছনের দিকে সামান্য ক্ষতি হয়েছে। কেউ হতাহত হয়নি।

এদিন বিকাল ৫টা ১০ মিনিটে পল্টনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সদরঘাট থেকে মিরপুরগামী তানজিল পরিবহণের বাসটি পল্টন এলাকায় পৌঁছলে এতে আগুন দেওয়া হয়। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে দুপুরে মিরপুরে বিআরটিসির একটি ডাবল ডেকার বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে রোববার ভোর থেকে সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে হরতাল শুরু হয়। সোমবার এই কর্মসূচি শেষ হওয়ার পর আবার ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডেকেছে তারা।

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি এ্যাম্বুলেন্স অকেজো, চরম দূর্ভোগে রোগীরা

রাজধানীতে সোনালী ব্যাংকের স্টাফ বাসে আগুন

প্রকাশিত সময় : ০৮:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের কর্মী পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, সোমবার বিকালে দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন দেখেন স্থানীয় লোকজন। পরে তারা ফায়ার সার্ভিসে ফোন দেন। তবে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনের গলিতে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাসের পেছনের দিকে সামান্য ক্ষতি হয়েছে। কেউ হতাহত হয়নি।

এদিন বিকাল ৫টা ১০ মিনিটে পল্টনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সদরঘাট থেকে মিরপুরগামী তানজিল পরিবহণের বাসটি পল্টন এলাকায় পৌঁছলে এতে আগুন দেওয়া হয়। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে দুপুরে মিরপুরে বিআরটিসির একটি ডাবল ডেকার বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে রোববার ভোর থেকে সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে হরতাল শুরু হয়। সোমবার এই কর্মসূচি শেষ হওয়ার পর আবার ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডেকেছে তারা।