
পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) কে স্বাগত জানিয়ে র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বানেশ্বর খুটিপাড়া পীরস্থান দরবার শরীফের আশেকান-জাকেরান ভক্তগণের উদ্যোগে এ র্যালীর আয়োজন করা হয়। খুটিপাড়া দরবার শরীফ থেকে র্যালী বের হয়ে বানেশ্বর ট্রাফিক মোড় ও মহাসড়কের তিন/চার কিলোমিটার পথ প্রদক্ষিণ করে খুটিপাড়া দরবার শরীফে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, খুটিপাড়া দরবার শরীফের গদ্দিনশীন মোহাম্মদ জিন্নাত আলী, বানেশ্বর ইউপির সাবেক সদস্য সিদিকুর রহমান, আমির হোসেন, ইমরান সরকার, জাক্কার সরকার, শাহাবুব সরকার(লেলিন), নাবিল মাহামুদ, তুহিন সরকার প্রমুখ। রবিবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত, স্থানীয় গরীব-দুঃখীদের জন্য উক্ত দরবার শরীফে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।##