০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর বাঘায় মৌসুমী ফল শীতের খেজুরের গুড় ও আখের গুড় বিক্রয় করে সফল হলেন দুই যুবক

###     কঠোর সাধনা আর প্রবল ইচ্ছাশক্তির সামনে কোনো প্রতিবন্ধকতাই টিকে না। কষ্ট আর অধ্যবসায় থাকলে যে কোনো কাজেই হওয়া যায় সফল। তেমনি অনলাইন ব্যবসায় দৃষ্টান্ত স্থাপন করছেন রাজশাহী জেলার বাঘা থানার দুই যুবক মোঃ হাসিবুর রহমান (হাসিব) ও মোঃ সজীব ইসলাম। চাকরিই সমাজের সবচেয়ে সম্মানজনক পেশা—এই প্রচলিত ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতেই তারা ব্যবসার কথা চিন্তা করেন। হাসিব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ বিএসসি ইন সিএসই(Bsc in CSE)  ইঞ্জিনিয়ার স্নাতক অর্জন  করে ও সজীব ওপেন ইউনিভার্সিটি নওহাটা থেকে  স্নাতক শেষ করার পরেও চাকরির প্রত্যাশা না করে দুই বন্ধু মিলে শুরু  করে অনলাইন ভিত্তিক ব্যবসা মৌসুমী ফল আম, লিচু ,পেয়ারা শীতের মৌসুমে খেজুরের গুড়,আখের গুড়, মধু,ঘি, সরিষার তেলের  ব্যবসা।

তাদের মুখোমুখি হতে হয়েছে বিভিন্ন রকম সামাজিক প্রতিবন্ধকতার। পারিবারিক বাধার সম্মুখীনও হতে হয়েছে।  মাঝেমধ্যে মনোবল হারিয়ে ফেললেও একজন আরেক জনকে সাহস যুগিয়ে সব সময় বন্ধুর মতো পাশে থেকেছেন। দুই জনের অদম্য প্রচেষ্টাতেই হাজারো অনলাইন পেজের ভিড়ে অনলাইন জগতে পরিচিত ও শীর্ষ স্থানে আছে তাদের তিনটি  অনলাইন পেজ। শুরুটা হয়েছিল ২০২০ ইং সালের ১৫ ই ডিসেম্বর দুইজন মিলে। যার মাধ্যমে ক্রেতা ঘরে বসেই সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকেই নিজের পছন্দসই ও মানসম্মত মৌসুমী ফল আম,লিচু, আখের গুড়, খেজুরের গুড়, মধু,ঘি, সরিষার তেল ক্রয় করতে পারেন ।ব্যবসার শুরুতে প্রথম বছরেই ৫  লক্ষ টাকার পণ্য বিক্রয় হয়। এভাবে প্রতি বছর একটু একটু করে এগিয়ে গিয়েছে তাদের ব্যবসা।পেছনে ফিরে তাকাতে হয়নি আর।

এরপর ২০২০-এর শুরুর দিকে করোনা মহামারিতে যখন পুরো পৃথিবী স্থবির হয়ে গেল, তখন অনেকটা জনসাধারণের কথা চিন্তা করে, তাদের কাছে মানসম্মত মৌসুমী ফল,খেজুরের গুড়,আখের গুড়,মধু,ঘি সরিষার তেল নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হয় নতুন উদ্যোগ, যার নাম দেওয়া হয় “অর্গানিক হাব” (ORGANIC HUB) এখানে গ্রাহক তার চাহিদা অনুযায়ী সব রকমের মৌসুমী ফলমুল, খেজুরের গুড়,আখেরগুড়, মধু,ঘি,সরিষার তেল উপযোগী অবস্থায় পান। ব্যবস্থাপনা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত দুইজন মানুষ একই সঙ্গে জড়িত রয়েছে। তাই শুধু ব্যবসায়িক চিন্তাচেতনা নয় দুই জন তাদের কর্মসংস্থান করতে পেরে তারা খুশি।##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন 

রাজশাহীর বাঘায় মৌসুমী ফল শীতের খেজুরের গুড় ও আখের গুড় বিক্রয় করে সফল হলেন দুই যুবক

প্রকাশিত সময় : ০৩:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩

###     কঠোর সাধনা আর প্রবল ইচ্ছাশক্তির সামনে কোনো প্রতিবন্ধকতাই টিকে না। কষ্ট আর অধ্যবসায় থাকলে যে কোনো কাজেই হওয়া যায় সফল। তেমনি অনলাইন ব্যবসায় দৃষ্টান্ত স্থাপন করছেন রাজশাহী জেলার বাঘা থানার দুই যুবক মোঃ হাসিবুর রহমান (হাসিব) ও মোঃ সজীব ইসলাম। চাকরিই সমাজের সবচেয়ে সম্মানজনক পেশা—এই প্রচলিত ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতেই তারা ব্যবসার কথা চিন্তা করেন। হাসিব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ বিএসসি ইন সিএসই(Bsc in CSE)  ইঞ্জিনিয়ার স্নাতক অর্জন  করে ও সজীব ওপেন ইউনিভার্সিটি নওহাটা থেকে  স্নাতক শেষ করার পরেও চাকরির প্রত্যাশা না করে দুই বন্ধু মিলে শুরু  করে অনলাইন ভিত্তিক ব্যবসা মৌসুমী ফল আম, লিচু ,পেয়ারা শীতের মৌসুমে খেজুরের গুড়,আখের গুড়, মধু,ঘি, সরিষার তেলের  ব্যবসা।

তাদের মুখোমুখি হতে হয়েছে বিভিন্ন রকম সামাজিক প্রতিবন্ধকতার। পারিবারিক বাধার সম্মুখীনও হতে হয়েছে।  মাঝেমধ্যে মনোবল হারিয়ে ফেললেও একজন আরেক জনকে সাহস যুগিয়ে সব সময় বন্ধুর মতো পাশে থেকেছেন। দুই জনের অদম্য প্রচেষ্টাতেই হাজারো অনলাইন পেজের ভিড়ে অনলাইন জগতে পরিচিত ও শীর্ষ স্থানে আছে তাদের তিনটি  অনলাইন পেজ। শুরুটা হয়েছিল ২০২০ ইং সালের ১৫ ই ডিসেম্বর দুইজন মিলে। যার মাধ্যমে ক্রেতা ঘরে বসেই সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকেই নিজের পছন্দসই ও মানসম্মত মৌসুমী ফল আম,লিচু, আখের গুড়, খেজুরের গুড়, মধু,ঘি, সরিষার তেল ক্রয় করতে পারেন ।ব্যবসার শুরুতে প্রথম বছরেই ৫  লক্ষ টাকার পণ্য বিক্রয় হয়। এভাবে প্রতি বছর একটু একটু করে এগিয়ে গিয়েছে তাদের ব্যবসা।পেছনে ফিরে তাকাতে হয়নি আর।

এরপর ২০২০-এর শুরুর দিকে করোনা মহামারিতে যখন পুরো পৃথিবী স্থবির হয়ে গেল, তখন অনেকটা জনসাধারণের কথা চিন্তা করে, তাদের কাছে মানসম্মত মৌসুমী ফল,খেজুরের গুড়,আখের গুড়,মধু,ঘি সরিষার তেল নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হয় নতুন উদ্যোগ, যার নাম দেওয়া হয় “অর্গানিক হাব” (ORGANIC HUB) এখানে গ্রাহক তার চাহিদা অনুযায়ী সব রকমের মৌসুমী ফলমুল, খেজুরের গুড়,আখেরগুড়, মধু,ঘি,সরিষার তেল উপযোগী অবস্থায় পান। ব্যবস্থাপনা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত দুইজন মানুষ একই সঙ্গে জড়িত রয়েছে। তাই শুধু ব্যবসায়িক চিন্তাচেতনা নয় দুই জন তাদের কর্মসংস্থান করতে পেরে তারা খুশি।##