
####
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা দেশ সেরা হওয়ায় এবং মাদরাসা সভাপতি তালুকদার আ. খালেক ৩য় বারের মত খুলনা সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১ টায় ইসলামাবাদ ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা মাঠে এ সংবর্ধনা ও সুধী এ সমাবেশে অনুষ্ঠিত হয়। মাদরাসার সহসভাপতি মো. নুরুজ্জামান মন্জুর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. বজলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, ওই মাদরাসার সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র তালুকদার আ. খালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক শেখ হারুন অর-রশিদ, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, ওসি এস, এম আশরাফুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, স্বাগত বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ মো. মকবুল হোসেন খান, আওয়ামীলীগের উপজেলা সভাপতি শেখ আ. ওহাব, অধ্যাপক মোতাহার রহমান, বাশতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাওলাদার আবু তালেব, সাধারণ সম্পদক কুদরতি এনামুল বাসার বাচ্চু, জেলা পরিষদ সদস্য ও রামপাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পদক মনির আহমেদ প্রিন্স, এস, এম নুরুল হক কচি, এস, এম নাজমুল হুদা রুহিত, শেখ সাইফুজ্জামান প্রমুখ। সংবর্ধনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মাদরাসা শিক্ষক, সুধী, এলাকাবাসী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। #