
### খুলনার রূপসায় চিংড়িতে অপদ্রব্য মিশ্রনকারি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযানে ০৬ জনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাতে রূপসার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে জরিমানা করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সদর কোম্পানির একটি টিম ও রূপসার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে রূপসা থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য(জেলী) পুশ করার দায়ে মোঃ আল মামুন, মোঃ জসিম মল্লিক, মোঃ নুরু, মোঃ ইমন সরদার, মোঃ ইমরান মীর, ও মোঃ ফারদিন হাসানকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জেলী পুশকৃত ৫০ কেজি চিংড়ি যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা, অপদ্রব্য জেলী ১০ লিটার এবং অপদ্রব্য জেলী পুশ কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ কৃত চিংড়ি মাছ, অপদ্রব্য (জেলি) ও অপদ্রব্য পুশ করার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ধ্বংস করা হয়। ##