০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রূপসায় ভাড়া দেওয়া জায়গা থেকে অপসারণ করার জন্য থানায় অভিযোগ

  • সংবাদদাতা
  • প্রকাশিত সময় : ০২:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • ৬০ পড়েছেন
রূপসা প্রতিনিধি: রূপসায় দোকান করবার জন্য ভাড়া নেওয়া জায়গা বিনা ভাড়ায় দখল করে রাখার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মালিক পক্ষের লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানা যায়- বাদীপক্ষ মোঃ ইদ্রিস আলী (৫২), পিতা-মৃত হোসেন শেখ, সাং কিসমত খুলনা, থানা-রূপসা, জেলা-খুলনা। এর নিকট হতে বিবাদী উপজেলা রূপসার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামের নুরু মিয়ার ছেলে
জাকির হোসেন (৪৫) রূপসা থানাধীন জহিরের বটতলায় ইদ্রিস আলীদের পুকুরের সংলগ্ন এলাকায় একটি দোকান করার জন্য জায়গা নেয়। যাহার শর্ত থাকে জাকির হোসেন প্রতিমাসে ১০০০/- টাকা ভাড়া হিসাবে প্রদান করিবে। কিন্তু বিবাদী উক্ত জায়গায় দোকাদারী করে কিন্তু বাদী পক্ষকে ভাড়া না দেওয়ার কারণে তাকে অনেক বার জায়গা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু বিবাদী জায়গা ছাড়ে না বরং পুকুর থেকে মাছ চুরি করে ধরে ও কোন কর্ণপাত করে না। তাকে বাঁধা- নিষেধ করিলে সে বাদী পক্ষদের অকথ্য ভাষায় গালি গালাজ করে। পুকুর হইতে মাছ ধরার সময় বিবাদী জাকির হোসেন বাদী ইদ্রিস আলীদের উল্টো বাঁধা প্রদান করে ও থানায় অভিযোগ প্রদান করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় বসাবসির সময় দিলে বিবাদী জাকির হোসেন থানায় হাজির হয় না। এমতাবস্থায় ১০/০৯/২০২২ তারিখে বিবাদীকে দোকান ছাড়িয়া চলিয়া যাওয়ার জন্য বলিলে বিবাদী তা নাছাড়ার মর্মে হুমকি প্রদান করে। বলে দেখি তোদের কে আছে, যে আমাকে এখান থেকে নামিয়ে দেয়। এ ঘটনার বিষয়ে সাক্ষী আছে। তদন্ত কারিলে তাহাদের সাক্ষ্য মাধ্যমে ঘটনার সত্যতা প্রমাণিত হবে।
বিবাদী জাকির হোসেন যাহাতে দোকান হইতে অনত্রে চলে যায় তাহার আইনগত সাহায্য পাওয়ার জন্য বাদী মোঃ ইদ্রিস আলী থানায় এ লিখিত অভিযোগ দায়ের করেন।
Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন 

রূপসায় ভাড়া দেওয়া জায়গা থেকে অপসারণ করার জন্য থানায় অভিযোগ

প্রকাশিত সময় : ০২:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
রূপসা প্রতিনিধি: রূপসায় দোকান করবার জন্য ভাড়া নেওয়া জায়গা বিনা ভাড়ায় দখল করে রাখার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মালিক পক্ষের লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানা যায়- বাদীপক্ষ মোঃ ইদ্রিস আলী (৫২), পিতা-মৃত হোসেন শেখ, সাং কিসমত খুলনা, থানা-রূপসা, জেলা-খুলনা। এর নিকট হতে বিবাদী উপজেলা রূপসার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামের নুরু মিয়ার ছেলে
জাকির হোসেন (৪৫) রূপসা থানাধীন জহিরের বটতলায় ইদ্রিস আলীদের পুকুরের সংলগ্ন এলাকায় একটি দোকান করার জন্য জায়গা নেয়। যাহার শর্ত থাকে জাকির হোসেন প্রতিমাসে ১০০০/- টাকা ভাড়া হিসাবে প্রদান করিবে। কিন্তু বিবাদী উক্ত জায়গায় দোকাদারী করে কিন্তু বাদী পক্ষকে ভাড়া না দেওয়ার কারণে তাকে অনেক বার জায়গা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু বিবাদী জায়গা ছাড়ে না বরং পুকুর থেকে মাছ চুরি করে ধরে ও কোন কর্ণপাত করে না। তাকে বাঁধা- নিষেধ করিলে সে বাদী পক্ষদের অকথ্য ভাষায় গালি গালাজ করে। পুকুর হইতে মাছ ধরার সময় বিবাদী জাকির হোসেন বাদী ইদ্রিস আলীদের উল্টো বাঁধা প্রদান করে ও থানায় অভিযোগ প্রদান করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় বসাবসির সময় দিলে বিবাদী জাকির হোসেন থানায় হাজির হয় না। এমতাবস্থায় ১০/০৯/২০২২ তারিখে বিবাদীকে দোকান ছাড়িয়া চলিয়া যাওয়ার জন্য বলিলে বিবাদী তা নাছাড়ার মর্মে হুমকি প্রদান করে। বলে দেখি তোদের কে আছে, যে আমাকে এখান থেকে নামিয়ে দেয়। এ ঘটনার বিষয়ে সাক্ষী আছে। তদন্ত কারিলে তাহাদের সাক্ষ্য মাধ্যমে ঘটনার সত্যতা প্রমাণিত হবে।
বিবাদী জাকির হোসেন যাহাতে দোকান হইতে অনত্রে চলে যায় তাহার আইনগত সাহায্য পাওয়ার জন্য বাদী মোঃ ইদ্রিস আলী থানায় এ লিখিত অভিযোগ দায়ের করেন।