
### খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দলের শৃঙ্খলা বজায় রেখে সংগঠন পরিচালনা করতে হবে। যারা সংগঠন পরিপন্থী কর্মকান্ড করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলে কোন অগণতান্ত্রিক কর্মকান্ড পরিচালিত হয় না। সুতরাং বিএনপি-জামায়াতকে মোকাবেলা করতে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। তিনি বলেন, ৪ ফেব্রুয়ারি খুলনা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশকে জনসভায় পরিণত করে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। তিনি আরো বলেন, খুলনায় শান্তি সমাবেশের কথা শুনে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। সমাবেশকে কেন্দ্র করে তারা নানাবিধ ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে। তাদের এ ষড়যন্ত্রকে সফল হতে দেয়া যাবে না। সেজন্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ষড়যন্ত্রকারীদের এ দেশ থেকে নির্মূল করতে হবে।
বৃহষ্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয় মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. আশরাফুল ইসলাম, শেখ মো. ফারুক আহমেদ, অধ্যা. আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. শাহজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর শাছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম বাবলু, বীরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলমা টুটুল, নুর মোহাম্মদ শেখ, মোজাম্মেল হক হাওলদার, শেখ মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শ ম রেজওয়ান, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, মনিরুল ইসলাম বাশার, তসলিম আহমেদ আশা, এস এম আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান খান খোকন, প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, কাউন্সিলর মো. ডালিম হাওলাদার, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর এস এম খুরশিদ আহমেদ টোনা, কাউন্সিলর মো. আব্দুস সালাম, কাউন্সিলর এম ডি মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর মনিরুজ্জামান, কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর গোলাম মাওলা শানু, কাউন্সিলর মো. আরিফ হোসেন মিঠু, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর পারভিন আক্তার, কাউন্সিলর রহিমা আক্তার হেনা, কাউন্সিলর মনিরা আক্তার, কাউন্সিলর শাহিদা বেগম, কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী, কাউন্সিলর কনিকা সাহা, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, মো. মফিজুর রহমান জিবলু, শেখ আব্দুল আজিজ, শেখ আবিদ উল্লাহ, মো. বাবুল সরদার বাদল, শেখ ইকবাল হোসেন, খান হাফিজুর রহমান, মো. নুর ইসলাম, কাজি জাকারিয়া রিপন, মো. শাহাদাত মিনা, কাজী সাফায়েত হোসেন প্যারেট, সরদার আলী আহমেদ, মো. শফিউল্লাহ, মো. আসলাম আলী, আব্দুস সাত্তার লিটন, মো. জাকির হোসেন, শেখ মফিজুর রহমান হিরু, চ. ম. মজিবুর রহমান, মো. আছিফুর রহমান আছিফ, মো. আব্দুর রশীদ মোড়ল, শেখ অহিদুজ্জামান, মোরশেদ আহমেদ মনি, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, মো. জাহিদুল হক, খসরুল আলম, মো. হায়দার আলী, আতাউর রহমান শিকদার রাজু, সরদার আব্দুল হালিম, শেখ মো. রুহুল আমিন, মো. হারুনুর রশিদ, শেখ হাসান ইফতেখার চালু, মো. আজম খান, শেখ আব্দুল হক, মো. ইউসুফ খান, মো. জিয়াউর রহমান, মোড়ল হাবিবুর রহমান, খ ম লিয়াকত আলী, মো. মোতালেব মিয়া, রেজাউল শেখ, মো. আবু জাফর হাওলাদার, মো. ইমরুল ইসলাম, মো. ফয়েজুল ইসলাম টিটো, মো. সেলিম হোসেন, মো. শাহজাহান জমাদ্দার, জিয়াউল আলম খান, এম এম মনিরুজ্জামান মুকুল, মো. মাকসুদ হাসান পিকু, মো. অহিদুল ইসলাম পলাশ, মো. নজরুল ইসলাম তালুকদার, কামরুজ্জামান বাবুল, মো. শিহাব উদ্দিন। সভার শুরুতে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের কেয়ারটেকার মো. আব্দুল করিম রাঢ়ীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।