০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সাংবাদিকদের সঙ্গে ওসির অশালীন আচরণ : 

বকশীগঞ্জে সংবাদ লিখতে ওসির অনুমতি নিতে হবে

  • অফিস ডেক্স।।
  • প্রকাশিত সময় : ০৬:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • ৭৩ পড়েছেন

 ###    জামালপুরের বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে । রবিবার দুপুর ১২টার দিকে বকশীগঞ্জে একটি ডাকাতির ঘটনায় বক্তব্য নিতে থানায় যাওয়া হলে সাংবাদিকদের সঙ্গে ওসি অশালীন আচরণ করেন। একপর্যায়ে সাংবাদিকদের থানা থেকে বের হয়ে যেতে বলেন ওসি। ওসি তরিকুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন, এই থানা এলাকার সংবাদ লিখতে হলে ওসির অনুমতি নিতে হবে। আমি আপনাদের সঙ্গে কথা বলতে রাজি না। আপনারা থানা থেকে বের হয়ে যান। আপনাদের আমি কোনো বক্তব্য দেব না। যা পারেন করেন। একপর্যায়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন ওসি তরিকুল ইসলাম। এ সময় বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন, সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়নসহ স্থানীয় একাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদসভা করেছে বকশীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভায় ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তারা। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল বলেন, একজন সরকারি কর্মকর্তা শুধু সাংবাদিক কেন, সাধারণ মানুষের সঙ্গেও অসদাচরণ করতে পারেন না। বিষয়টি আমি দেখব বলেও জানান তিনি। ##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

dainik madhumati

জনপ্রিয়

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন 

সাংবাদিকদের সঙ্গে ওসির অশালীন আচরণ : 

বকশীগঞ্জে সংবাদ লিখতে ওসির অনুমতি নিতে হবে

প্রকাশিত সময় : ০৬:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২

 ###    জামালপুরের বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে । রবিবার দুপুর ১২টার দিকে বকশীগঞ্জে একটি ডাকাতির ঘটনায় বক্তব্য নিতে থানায় যাওয়া হলে সাংবাদিকদের সঙ্গে ওসি অশালীন আচরণ করেন। একপর্যায়ে সাংবাদিকদের থানা থেকে বের হয়ে যেতে বলেন ওসি। ওসি তরিকুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন, এই থানা এলাকার সংবাদ লিখতে হলে ওসির অনুমতি নিতে হবে। আমি আপনাদের সঙ্গে কথা বলতে রাজি না। আপনারা থানা থেকে বের হয়ে যান। আপনাদের আমি কোনো বক্তব্য দেব না। যা পারেন করেন। একপর্যায়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন ওসি তরিকুল ইসলাম। এ সময় বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন, সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়নসহ স্থানীয় একাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদসভা করেছে বকশীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভায় ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তারা। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল বলেন, একজন সরকারি কর্মকর্তা শুধু সাংবাদিক কেন, সাধারণ মানুষের সঙ্গেও অসদাচরণ করতে পারেন না। বিষয়টি আমি দেখব বলেও জানান তিনি। ##