
### বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার নেতৃবৃন্দ খুলনা-২ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েলের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার দুপুরে নগরীর শেরে বাংলা রোডস্থ কার্যালয়ে এ মতবিনিময় সবা অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্য তাঁর নির্বাচনী এলাকায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাÐ বর্ণনা করে সকলকে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের ভিশন ও মিশন বাস্তবায়নে এগিয়ে আসার আহŸান জানান। মতবিনিময়কালে সংসদ সদস্য নেতৃবৃন্দের ও সমিতির কর্মকাÐের খোঁজ-খবর নেন এবং মানব কল্যাণে সমিতির কাজের প্রশংসা করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগ ও সমিতির ভাইস প্রেসিডেন্ট রোটাঃ অধ্যক্ষ দেলওয়ারা বেগম, সমিতির উপদেষ্টা রোটাঃ সুলতান হোসেন খান, ভাইস প্রেসিডেন্ট ফিরোজ আলম খান, মনির হোসেন, কাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সমিতির নেতা রোটাঃ আলতাব হোসেন, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চ ম মুজিবর রহমান, ইঞ্জিঃ কাজী এনায়েত হোসেন, প্রকৌঃ মাহাবুবুর রহমান শামীম, মোঃ হুমায়ুন কবির খান, মোঃ হুমায়ুন কবির বালী, মনির উদ্দিন এবং সাংসদের এপিএস ড. সাইদুর রহমান, কাজী জাহিদ হোসেন প্রমুখ। ##