
### তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক ও যুবলীগের সভাপতি এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এফ এম মফিজুর রহমান বলেছেন বর্তমান সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে এবং বিশেষ করে উন্নয়ন বঞ্চিত অবহেলিত তেরখাদার উন্নয়ন ধারাকে আরো বেশি বেগবান করতে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে পুনরায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে নৌকার মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয় সেই লক্ষ্যে উপজেলার যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে অগ্রগামী হয়ে দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।এ সময় তিনি তেরখাদা-রুপসা সেনের বাজার সড়কের উন্নয়নে ৩৮-কোটি টাকার প্রকল্প পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আব্দুস সালাম মূর্শেদীকে তেরখাদা বাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।উপজেলা উপজেলা যুবলীগের আয়োজনে শনিবার ডাকবাংলা পরিষদ চত্বরে এমপি আব্দুস সালাম মূর্শেদীর জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবলীগের সভাপতি এফ এম মফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হীরাঙ্গীরের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন এস এম ওবায়দুল্লাহ বাবু, বদরুল আলম বাবর,ওবায়দুল্লাহ চুন্নু,মোল্লা জাহিদুল ইসলাম,সেলিম আহমেদ ,শেখ শামীম হাসান, এফ এম মনিরুজ্জামান, আলমগীর হোসেন, ফয়সাল হোসেন, আহাদ কালু, আকিজ উদ্দিন,কামরুল গাতিদার, মাফিজ লস্কর,সুজল, মিল্টন হোসেন, বিপ্লব কাজী, জাহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মিলন সিকদার, কামরান মেম্বার, দেলোয়ার মেম্বার, ইকরাদুল মেম্বার সহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ##