০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবনে বিষ দিয়ে  মাছ শিকারের দায়ে দুই জেলে কারাগারে

###    সুন্দরবনের খালে বিষ ছিটিয়ে মাছ শিকারের সময় দুই জেলেকে আটক করে জেলে পাঠানো হয়েছে। শনিবার (২০ মে) দুপুরে খুলনার জেলা কারাগারে পাঠানো হয় তাদের। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেব এই তথ্য জানায়। এর আগে শুক্রবার (১৯ মে) বিকেলে সুন্দরবন থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে বন রক্ষকীরা। আটককৃতরা হলেন- মোঃ আবুল মোড়ল(৪২)তার বাড়ী খুলনার কয়রায় এবং মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের মোঃ নুরুল গাজী (৫২)। এসিএফ রানা দেব বলেন, শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঝাপসী টহল ফাড়ির ঝাপসী খালের আগায় বিষ ছিটিয়ে তারা মাছ শিকার করছিলো। এসময় নিয়মিত টহলে থাকা ঝাপসি টহল ফাঁড়ির বন রক্ষকীরা তাদের ধরে ফেলে। এসময় তাদের কাছ থেকে দুইটি বিষের বোতল ও একটি ডিঙি নৌকা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হয় বলে জানান তিনি।##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন 

সুন্দরবনে বিষ দিয়ে  মাছ শিকারের দায়ে দুই জেলে কারাগারে

প্রকাশিত সময় : ০৭:১৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩

###    সুন্দরবনের খালে বিষ ছিটিয়ে মাছ শিকারের সময় দুই জেলেকে আটক করে জেলে পাঠানো হয়েছে। শনিবার (২০ মে) দুপুরে খুলনার জেলা কারাগারে পাঠানো হয় তাদের। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেব এই তথ্য জানায়। এর আগে শুক্রবার (১৯ মে) বিকেলে সুন্দরবন থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে বন রক্ষকীরা। আটককৃতরা হলেন- মোঃ আবুল মোড়ল(৪২)তার বাড়ী খুলনার কয়রায় এবং মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের মোঃ নুরুল গাজী (৫২)। এসিএফ রানা দেব বলেন, শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঝাপসী টহল ফাড়ির ঝাপসী খালের আগায় বিষ ছিটিয়ে তারা মাছ শিকার করছিলো। এসময় নিয়মিত টহলে থাকা ঝাপসি টহল ফাঁড়ির বন রক্ষকীরা তাদের ধরে ফেলে। এসময় তাদের কাছ থেকে দুইটি বিষের বোতল ও একটি ডিঙি নৌকা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হয় বলে জানান তিনি।##