০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
কবিতার নাম

“স্বাধীন বাংলা “

  • ইমদাদুল হক মিলন
  • প্রকাশিত সময় : ০৯:১৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • ১৮৩ পড়েছেন

 

##যদি আজ কথা বলার স্বাধীনতা না থাকতো ,
তবে এ দেশ হতো পাকিস্তান ।
যদি ঐ ক ব ই ম শ না থাকতো ,
তবে প্রতিটি শব্দ হতো পাকিস্তান ।
যদি বঙ্গবন্ধু না থাকতো ,
তবে আজ এ বাংলা হতো পাকিস্তান ।
যদি যোয়ানের গর্জন না থাকতো ,
তবে এ সুর হতো পাকিস্তান ।
যদি ত্রিশ লক্ষ মানুষ না মরতো ,
তবে প্রতিটি মানুষ হতো পাকিস্তান ।
যদি বাংলার মা বোন ইজ্জত না হারাতো ,
তবে প্রতিটি মা বোন এর ইজ্জত হতো পাকিস্তান ।
যদি কাজী নজরুল না থাকতো ,
তবে কি বিদ্রোহী কবিতা পেতাম?
প্রতিটি বিদ্রোহ হতো পাকিস্তান ।
যদি রাজপথ রঙ্গীন না হতো ,
তবে কি স্বাধীনতা পেতাম ?
তবে আজ রাজপথ হতো পাকিস্তান ।
যদি লাল সবুজ পতাকা না থাকতো ,
তাহলে আজ উড়তো পাকিস্তান
তবে বাংলা হতো কবরস্থান।##

Tag :
লেখক তথ্য সম্পর্কে

Dainik adhumati

জনপ্রিয়

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন 

কবিতার নাম

“স্বাধীন বাংলা “

প্রকাশিত সময় : ০৯:১৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩

 

##যদি আজ কথা বলার স্বাধীনতা না থাকতো ,
তবে এ দেশ হতো পাকিস্তান ।
যদি ঐ ক ব ই ম শ না থাকতো ,
তবে প্রতিটি শব্দ হতো পাকিস্তান ।
যদি বঙ্গবন্ধু না থাকতো ,
তবে আজ এ বাংলা হতো পাকিস্তান ।
যদি যোয়ানের গর্জন না থাকতো ,
তবে এ সুর হতো পাকিস্তান ।
যদি ত্রিশ লক্ষ মানুষ না মরতো ,
তবে প্রতিটি মানুষ হতো পাকিস্তান ।
যদি বাংলার মা বোন ইজ্জত না হারাতো ,
তবে প্রতিটি মা বোন এর ইজ্জত হতো পাকিস্তান ।
যদি কাজী নজরুল না থাকতো ,
তবে কি বিদ্রোহী কবিতা পেতাম?
প্রতিটি বিদ্রোহ হতো পাকিস্তান ।
যদি রাজপথ রঙ্গীন না হতো ,
তবে কি স্বাধীনতা পেতাম ?
তবে আজ রাজপথ হতো পাকিস্তান ।
যদি লাল সবুজ পতাকা না থাকতো ,
তাহলে আজ উড়তো পাকিস্তান
তবে বাংলা হতো কবরস্থান।##